আজকে কিছু ভালো নিউজ পেয়েছি বার্সার।
১) সুয়া টু এটিএম কনফার্ম।
২) সার্জিনো ডেস্ট টু বার্সা প্রায় কনফার্ম।
সাথে আরেকটা বেড নিউজ পেয়েছি। মঞ্চু যদি জিরোনায় ২২ ম্যাচ খেলে তাহলে জিরোনার বাধ্যতামূলকভাবে কিনতে হবে তাকে। সাথে কোন বায়ব্যাক অপশনও রাখেনাই।
এ কেমন কন্ডিশন! এসব কন্ডিশন তো যাদেরকে ক্লাব রাখতে চায়না তাদের জন্য প্রযোজ্য হয়। তাহলে কি মঞ্চুকেও ক্লাব রাখতে চায়না?!
দলে তার স্পেস নাই। ওকে। সেজন্য প্লেয়িং টাইমের নিশ্চয়তা নিয়ে মাঝারি সারির দলগুলোতে ২-৩ বছরের জন্য লোনে দিয়ে দিক অথবা বায়ব্যাক এর অপশন রাখুক। স্কোয়াডে এদের প্রয়োজন হবে। বোর্ডের এক্টিভিটিতে মনে হচ্ছে আমরা আমাদের ইয়ুথ সিস্টেমের প্লেয়ারদের যথেষ্ট রেসপেক্ট করছিনা। জাভি সিমন্স- কুবোরা ক্লাব ছেড়ে তাইলে খারাপ কিছু করেনাই। এই বোর্ড ট্যালেন্ট এর মর্যাদা দিতে পারেনা।
আমি এটা বলছিনা যে, লা মাসিয়ান প্রত্যেককেই ধরে রাখা হোক। স্পেশাল ট্যালেন্টদের এটলিস্ট ধরে রাখার ট্রাই করুক। প্লেয়ারদের দেখাতে হবে ক্লাবে তাদের অবস্থান আছে। ক্লাব তাদের নিয়ে ভাবে।
আমি পুরোপুরি ফেড আপ এই বালমার্কা বোর্ডের উপর। তাদের ব্যার্থতায়ই আজ এতো প্রব্লেম ট্রান্সফার মার্কেটে, প্লেয়ারদের সাথে, ইয়ুথ একাডেমি লা মাসিয়ায়ও!!