বাংলাদেশে ফুটবল

3 5
Avatar for Khairul28
3 years ago

বাংলাদেশ জাতীয় দলের বাজার মূল্য ১.৮৫ মিলিয়ন ইউরো.. ২০১৮ বিশ্বকাপে খেলা ৩২ টি দেশের মধ্যে ১০টি দেশ বাংলাদেশের অর্থনীতির চেয়ে অনেকাংশে পিছিয়ে.. ব্রাজিল এবং নাইজেরিয়া ছাড়া বাকি ৩০টি দশেরে জনসংখ্যা বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে.. এত সব সত্বেও বাংলাদেশের ফুটবল ফেডারেশনের এতটুকু রক্তও গরম হয় নাহ যে, কেন বাংলাদেশ অন্তত AFC Asian Cup খেলতে পারে নাহ.. সেই ১৯৮০ সালে একবার খেলেছিল তাও গ্রুপ পর্ব হতে বিদায় নিয়ে নেয়.. স্বাধীনতার ৯ বছর পর যদি খেলা যেতে পারে তাহলে দেশের এত উন্নয়নের পর কেন খেলা যাবে নাহ!!

বাংলাদেশে ফুটবলারের কোনো প্রকার অভাব নাই.. গ্রামে হোক বা শহরে, স্কুল হোক বা কলেজে, হাজার হাজার ফুটবলার আছে.. অনেকে ফুটবলের নিয়মের মারপ্যাঁচ বুঝে নাহ, কিন্তু তাদের পায়ের জাদু আমাদের আনন্দ দেয়.. এদের সবার স্বপ্ন কেবল ব্যর্থতায় পর্যবসিত হয়, একমাত্র একটা দূর্নীতিগ্রস্থ ফুটবল ফেডারেশনের জন্য..

বর্তমান সময়ে কলেজ বা স্কুলের মাঠে কোনো ফুটবল ম্যাচের আয়োজন করা হলে ভিড়ের জন্য দেখা মুশকিল হয়ে পারে.. কিন্তু আমাদের দেশের জাতীয় লিগের খেলাতে মাঠের ২২ জন খেলোয়াড়ের চেয়ে দর্শক কম হয়.. এর কারণ হলো, ফেডারেশন বা লিগ কমিটি দর্শক টানতে আগ্রহ দেখায় নাহ, এবং এদের কোনো কিছুতে যায় আসে নাহ.. এরা কেবল ফিফা থেকে বান্ডিল বান্ডিল টাকা নিবে, সরকার থেকে টাকা নিবে, আর নিজেদের ঘরের বাথরুমে পায়খানা দিয়ে সে টাকা গুলা বের করবে..

4
$ 0.00
Avatar for Khairul28
3 years ago

Comments

my favorite plyer😘😘😘

$ 0.00
3 years ago

ohh i see. but read the article 1st

$ 0.00
3 years ago