2
10
---------আবুল মনসুর আহমেদ
আবুল মনসুর আহমদের ‘আয়না’র প্রায় সব গল্পই ১৯২২ থেকে ১৯২৯ সালের মধ্যে রচিত এবং ‘সওগাত’ পত্রিকায় প্রকাশিত হয়। ধর্মের নামে ভণ্ডামি আবহমান কাল থেকেই ব্যঙ্গ-সাহিত্যের খোরাক। তেমনি ধার্মিকতার আবরণে সমকালীন সমাজের যে সব ব্যাধি আবুল মনসুর আহমদ দেখেছেন, তারই মুখোশ-উন্মোচন করেছেন তিনি ‘আয়না’র অধিকাংশ গল্পে। এখানে ব্যঙ্গ রচনায় আবুল মনসুর আহমদের অন্তর্দৃষ্টি অত্যন্ত প্রখর, ভাষা শাণিত এবং তাঁর বুদ্ধি অত্যন্ত দীপ্ত।