আরবিতে Al-Gazirah যা আল-জাজিরা নামে পরিচিত।এটি কাতার সরকারের মালিকানাধীন বিশ্বের অন্যতম স্বাধীন ও জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল।যা কাতারের রাজধানী দোহা থেকে সম্প্রচারিত হয়।
এর প্রতিষ্ঠাতা Hammad bin khalifa al thani এবং এর নকশাকার বাংলাদেশী নুরুল হক। এর স্লোগান হচ্ছে- "The opinion and the other opinion."
১৯৯৬ সালের ১লা নভেম্বর অরবিট কমিউনিকেশন কোম্পানির যৌথ উদ্যোগে এই স্যাটেলাইট টিভি চ্যানেল চালু হয়।প্রাথমিকভাবে আরবি ভাষায় চালু হলেও বর্তমানে এই স্যাটেলাইট টিভি চ্যানেলটি সারাবিশ্বে একাধিক ভাষায় প্রচারিত হচ্ছে।
বিশ্বের বিভিন্ন যুদ্ধে বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংঘাত এবং মহামারীর সময়ের নিউজ প্রকাশ করার কারনে বেশি জনপ্রিয় হয়ে উঠে।আল জাজিরা একমাত্র স্যাটেলাইট টিভি স্টেশন যার কাছে থেকে " CNN",BBC -এর মতো বড় প্রভাবশালী টিভি চ্যানেলগুলো ফুটেজ সংগ্রহ করে।
তবে বিভিন্ন সময় বিভিন্ন দেশ হতে অনেক সময় তাদের দেশে চ্যনেলটির সম্প্রচার বন্ধও করে দেয়া হইছিলো এবং অযোক্তিক শর্ত দেওয়া হইছিল তবুও আলজাজিরা থেমে নেই।
বর্তমানে বিভিন্ন সন্ত্রাসী রাষ্ট্রের এবং তাদের কার্যকলাপসহ বিশ্বের সাধারন মানুষের আর্তনাৎ,হহাকার,নির্যাতন-নিপীড়নসহ, অর্থনীতি এবং আন্তজার্তিক রাজনীতির বর্তমান হালচাল এবং এর উপর ডকুমেন্টারি তৈরী ও প্রকাশ করছে।
সঠিক সত্য সংবাদ মাধ্যম দেশ,সমাজ তথা সারাবিশ্বের জন্য হিতকর