পীরগঞ্জ পরিচিতি

2 21

Writer @Kawser199

বাংলাদেশের রংপুর জেলার একটি উপজেলার নাম পীরগঞ্জ।

বাংলাদেশের উপজেলাগুলোর মধ্যে পীরগঞ্জ অন‍্যতম।

বাংলাদেশের উত্তরাঞ্চলে রংপুর জেলা অবস্থিত। বৃহত্তর রংপুর জেলার দক্ষিণে পীরগঞ্জ অবস্থিত।

পীরগঞ্জ শহর

আয়তন ও জনসংখ্যা:-

পীরগঞ্জ উপজেলার মোট আয়তন ৪০৯.৩৭ বর্গকিলোমিটার এবং মোট জনসংখ্যা ৩,৮৫,৪৯৯ জন।যা রংপুর জেলার দ্বিতীয় বৃহত্তম উপজেলা। জনসংখ্যার দিক দিয়েও বৃহত্তম। পীরগঞ্জে ১টি পৌরসভা,১৫টি ইউনিয়ন ও ৩৩১টি গ্রাম আছে।

দর্শনীয় স্থান:-

১.হাতিবান্ধা মসজিদ ও মাজার শরীফ।

২.আনন্দনগর

৩.নীল দরিয়া

৪. রায়পুর জমিদার বাড়ি

৫. ড. ওয়াজেদ সেতু

৬. মাগুড়া কয়লাখনি

৭. কাটাদুয়ার দরগাহ(পানির দরগাহ)

৮. শাহ্ ইসমাইল গাজীর মাজার শরীফ।

বিখ্যাত ব্যক্তি:-

পীরগঞ্জ উপজেলায় এমন কিছু ব‍্যাক্তি ছিল বা আছে যাদের বাংলাদেশের সব মানুষ এককথায় চিনবে।

পরমাণু বিজ্ঞানী ডঃ এম এ ওয়াজেদ মিয়া

বাংলাদেশের একজন সফল বিঞ্জানী ডঃ ওয়াজেদ মিয়াকে কে না চেনে ! বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী মরহুম ডঃ ওয়াজেদ মিয়া।

শেখ হাসিনা:-

বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শশুর বাড়ী এই পীরগঞ্জেই।

বিয়ের পর স্ত্রীর ঠিকানা যেহেতু স্বামীর বাড়িই হয় সেহেতু তার বাড়ি এই পীরগঞ্জেই।

সজীব ওয়াজেদ জয়:-

পীরগঞ্জের কৃতি সন্তান বাংলাদেশ প্রধানমন্ত্রীর সন্তান সজীব ওয়াজেদ জয় এর বাড়ি এই পীরগঞ্জে উপজেলাতেই।

সাধক কবি হেয়াত মামুদ

কবি হেয়াত মামুদ এর বাড়ি পীরগঞ্জ উপজেলায় তার সমাধি এই পীরগঞ্জেই

তিনি মধ‍্যযুগের একজন লোককবি

মাওঃ নুরুল আমিন

বাংলাদেশের বিশিষ্ট ইসলামী আলোচক মাওঃ নুরুল আমিন হুজুরের বাড়ি পীরগঞ্জ উপজেলায়। তিনি পীরগঞ্জ ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল।

মতিউর রহমান

মতিউর রহমান বাংলাদেশের একজন সাবেক এমপি এবং সংসদ সদস্য ছিলেন।

পীরগঞ্জ উপজেলার বর্তমান এমপি জাতীয় সংসদের স্পিকার ডাঃ শিরীন শারমিন চৌধুরী।

সৌন্দর্যের দিক দিয়ে পীরগঞ্জ উপজেলা অন‍্যতম। বর্তমানে উন্নয়নের দিক থেকেও অনেক এগিয়ে আছেন এই শহর।

পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার

ডঃ ওয়াজেদ ব্রিজ

বর্তমানে পীরগঞ্জে মেরিন একাডেমী ও ডাঃ ওয়াজেদ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরির মাধ্যমে উন্নয়ন আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে,,

ডঃএম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ

Thanks for Reading......

আর্টিকেলটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশেই থাকুন।
Sponsors of Kawser199
empty
empty
empty

3
$ 0.00

Comments

Wow good information. Thannks for knowing us

$ 0.00
4 years ago

Thank you very much

$ 0.00
4 years ago