“মানুষের তরে মানুষের প্রাণ কাঁদে না আজ আর, মানুষের বুকে মানুষেই হানে শানিত হাতিয়ার”
লক্ষণ ভান্ডারী’ এভাবেই ভেবেছেন তাঁর কবিতায়। এটা আসলেই চরম বাস্তবতা। সময় আমাদের অনেক কিছুই দেখিয়েছে, শিখিয়েছে। জীবন আর জীবিকা যেমন একই সূত্রে গাথা ঠিক তার সাথে মানবতা ও মনুষ্যত্ব কিংবা নৈতিকতা না থাকলে পরিপূর্ণ শুদ্ধ মানুষ কখনো হতে পারে না। সমাজের কিছু মানুষ বড়ই নির্মম। সর্বদা থাকে সুযোগের অপেক্ষায়। মানবতার চর্চা ভুলে গিয়ে ক্ষমতার দাপট এবং লোভের বসতবর্তী হয়ে নিজের স্বার্থ হাসিলের জন্য কিছু মানুষ প্রতিনিয়ত চেষ্টায় লিপ্ত।
কাকে কিভাবে ঠকাবে, কিভাবে কৃত্রিম সংকটের অযুহাত দেখিয়ে অতি মুনাফা করবে, কারো দুর্বলতার সুযোগ নিয়ে তার সর্বস্ব লুটিয়ে নিবে, কে কার অধিকার হরণ করবে সে চিন্তা চেতনায় রয়েছে। বাল্যকালের শিক্ষাগুলো বাস্তবতার সাথে কেমন যেনো বড়ই অমিল। ভুলতে বসেছি নিজের দায়িত্ববোধ। সামর্থ থাকার পরও অনেকের বিবেকহীন কাজগুলো দেখতে দেখতে দিনের পর দিন মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছি। গুটি কয়েক মানুষের কারণে মানবতা আজ কাঁদছে। আমাদের শত অর্জন ম্লান হতে বসেছে। এভাবে চলতে থাকুক এটা কারো কাম্য নয়। আমাদের ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। তাই প্রত্যাশা মানুষের বিবেক জাগ্রত হোক।
মানুষের মাঝে ফিরে আসুক মনুষ্যত্ব।
আর্টিকেলটি ভালো লাগলে লাইক দিন
কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন 😍
you are,nowadays humanity is very rare.we need to be human again