আসসালামু আলাইকুম♥️[[জুম্মা মোবারক]]
সপ্তাহে সাতদিনের মধ্যে শুক্রবার সর্বশ্রেষ্ঠ দিন এবং সাপ্তাহিক ঈদের দিন। কেননা এই দিনেই সবচেয়ে বেশি নেয়ামত আল্লাহ পাক মানুষকে দান করেন
রাসুল(স.) বলেন,সপ্তাহে যে কয়দিন সূর্য উদিত হয় তার মধ্যে জুম্মার দিন শ্রেষ্ঠ।
এই দিনে অনেককিছু হয়েছিলো এবং হবে,আসুন জেনে নেই সেগুলো,
১. জুম্মার দিন/শুক্রবারে হযরত আদম(আ.) কে সৃষ্ঠি করা হয়েছিল।
২.এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল।
৩.এই দিনেই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল।
৪.এই দিনেই তাকে দুনিয়ায় পাঠানো হয়।
৫.এই দিনেই তার তাওবা কবুল করা হয়।
৬.অর্থাৎ এই পৃথিবীতে মানুষের আগমন ঘটে শুক্রবারেই।
৭.আবার এই একই দিনে তার রুহ কবজ করা হয়।
৮.এই দিনেই ঈসরাফিল শিঙ্গায় ফুঁ দিবেন
৯.এই দিনেই কিয়ামত সংঘটন হবে।
১০.এই দিনকে ফেরেস্তা,আকাশ,বাতাশ,পশুপাখি,পাহাড় পর্বত সবকিছুই ভয় করে।
Good article bother keep it up