একটা সময় মনে হতো তোমাকে ছাড়া বাঁচতে পারব না। মনে হতো তুমি যদি না থাকো কিংবা আমি তোমায় হারিয়ে ফেলি তবে জীবনটা থমকে যাবে। জীবন থেকে সব রঙ হারিয়ে যাবে। তোমার সাথে কথা না হলে বোধহয় নিশ্বাস আটকে মারা যাব। কিন্তু দেখো তুমি চলে যাওয়ার পর আমি ঠিকই বেঁচে আছি। কারণ বাঁচতে হয়। তুমি যখন কথা বলা বন্ধ করে দিলে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তবে মারা যায়নি। প্রতিটা মুহূর্ত তোমার কথা তোমার স্মৃতি বুকের ভিতরটা তোলপাড় করেছিল। তিন মাস পাগলের মত শুয়ে বসে কেদেছিলাম। খাবার গুলো কেমন যেন গলায় আটকে থাকতো। কতগুলো রাত না ঘুমিয়ে কাটিয়েছি। আমার চোখের জলের কাছে মাথার বালিশ হেরে গেল ও তোমার ইগো হারেনি। দিনের পর দিন কষ্ট পেয়েছি। তবুও দেখো কি সুন্দর বেঁচে আছি! আসলে তুমি হীনা বেঁচে থাকার কষ্টের তীব্রতা সহ্য করতে পারবো না বলেই বোধ হয় মনে হতো মরে যাব। তারপর সময় গেল অনেক। তখন হয়তো ছোট একটা চাকরি করছিলাম। কিন্তু তুমি যদি আমার পাশে থাকতে তাহলে হয়তো সবকিছু কাটিয়ে উঠতে পারতাম।কিন্তু তুমি আমাকে ছেড়ে চলে গেছো থাকতে পারো নি। এখন তোমার একটা বাবু ও হয়েছে। ঠিকঠাক মত অফিসে করি। রাতে সময় মত ঘুমাতে যায়। সুযোগ পেলে বাহিরে একটু ঘুরতে যাই। এখন তোমার সাথে কথা হয় না বলে আগের মত নিঃশ্বাস আটকে আসে না। এখন সবটা সয়ে গেছে। এখন রোজদিন তিন বেলা পেট ভরে খাওয়া দাওয়া করি।এখন সব হয়েছে আলহামদুলিল্লাহ। ও একটা ভালো কথা তোমার সাথে সম্পর্ক থাকাকালীন আমার দামি ফোনে ফোন ছিল না তাই তমি বলতে ছোট লোকের সাথে প্রম করেছ। দামি রেস্টুরেন্টে যেয়ে খাবারের মেনু কোন কিছু চিনতাম না বলে কত কথা শুনিয়েছিলে। আমি ফকিন্নির মেয়ে। খুব স্বাভাবিক ভাবে জীবন-যাপন করছি। কারন আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। বাদ দেই এসব কথা। আমাকে ছেড়ে চলে বলে ভেব না আমি খারাপ আছি। কেননা চাইলে সবাই বিচ্ছেদের পর নেশা যোগ দিতে পারেনা।দেবদাস হয়ে ঘুরে বেড়াতে পারে না। সমাজে সন্ন্যাসী হয়ে দেশান্তরী হতে পারে না। কিছু মানুষ চাইলেও পরিস্থিতি পরিবার সমাজের সব থেকে পালিয়ে বেড়াতে পারে না। আমিও পারি নাই তাই তো তোমার না ভালোবাসাকে বুকে নিয়ে আজও বেঁচে আছি। তবে কষ্ট এখনো হয়। সে কষ্টগুলো কেবল নাম বদলে দীর্ঘশ্বাস হয়েছে। এই তো তোমাকে হারানোর দুই বছর হয়ে গেল। কোন একমনে ভিড় বাসের জানালা দিয়ে আসা বাতাসে জানে সে দীর্ঘশ্বাস কতটা ভারী। কারণ বিশ্বাস ভাঙ্গা মানুষগুলোকে ভোলা যায় না। এখনো তোমার কথা মনে পড়লে বুকে একটা চিনচিনে ব্যথা অনুভব হয়।মাঝে মাঝে মন খারাপ হয়। তবে এসব এখন সয়ে গেছে এখন তোমায় ভেবে কান্না আসলে আমি চোখ মুছে নিজেই নিজেকে সান্ত্বনা দেই এই বলে যে, জীবনে সবাই থেকে যেতে আসে না, কিছু মানুষ আসে শিক্ষা হয়ে। তুমিও তাই।যারা চলে যায় তারা কখনো ফিরে আসে না। তুমি আমার জীবনে না আসলে আমি অনেক কিছু শিখতে পারতাম না। মানুষ চিনতে পারতাম না। রোজ একটু একটু করে মরতে মরতেও যে বেঁচা যায় তোমায় ভালো না বাসলে বুঝতাম না। তুমি আমাকে বুঝিয়ে দিয়েছো যে ভালোবাসার চাইতো টাকা-পয়সা এসবের মূল্য বেশি। তুমি না আসলে বাস্তবতা কি সেটা জানতাম না আমি। তুমি আমার জীবনে না আসলে আমার মত নরম মনের মানুষ টা হয়তো এতটা শক্ত হতে পারতাম না। আমি জীবন যুদ্ধে হেরে গিয়েও আবার উঠে দাঁড়ানোটাশিখতে পারতাম না। তবুও দোয়া করি ভাল থাকো তুমি।এ শহরে, আমাদের প্রথম দেখা, প্রথম কাছে আসা, দুজন দুজনকে চেনাজানা, ধীরে ধীরে ভালোবাসার গল্প বোনা, চিরচেনা সেই পথে হাতে হাত রেখে হেঁটে চলা, এই শহরে একদিন বিশ্বাস-অবিশ্বাসের দ্বন্দ্বে পরাজিত হয়ে হঠাৎ, আমাদের প্রেমের ইতি টানা। এই শহরে, এখনো তোমার কন্ঠ চারিদিকে ভাসে, অলিতে-গলিতে তোমার ছায়া পড়ে, তোমার ঘ্রান আকাশে বাতাসে উড়ে,এ শহর আজও তোমার নামে,বারংবার, আমাকে তার কাছে টানে। সে তোমায় এখনো আমি বোকার মতো "ভালোবাসি "ভীষণ ভাবে ঘৃনা জন্ম নিয়েছে এ কথা টার উপর। আর এজন্যই ভালোবাসার ইচ্ছেটাই মরে গেছে। তোমার ভিতরের ভালোবাসা টা কি একবারে বিষিয়ে দিয়ে গেছো তুমি। ট্রু লাভ শুনলে হাসি পায় এখন। কখনো ভেবো না মিস করি তোমায়। তোমার জন্য যাদের অবহেলা করছি। তাদের ভিড়ে আজ আমি হারিয়েছি। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে দিব্যি ভালো আছি। মুখ খোলার আগেই তারা বুঝে যায় তারা সবকিছু। রাগ করলে সরি বলে না। না আছে এদের কাছে পাওয়ার লোভ, না আছে হারিয়ে ফেলার ভয়। শুধু আছে ভরসা আর ভরসা।এখন বুঝি মনে হয় সবই ভুল করেছিলাম। কতটা বোকা ছিলাম আমি। ভেবোনা তোমায় ভুলে গেছি। সহজে ভোলার মতো পাত্রীনয় আমি।তোমার দেয়া প্রতিটা অবহেলা, ব্যথা-যন্ত্রণা, মিথ্যা খুব যত্নে মনে রেখেছি। সেটা না হয় আজীবনের জন্য তোলা রইল। আবার ভেব না তোমায় আমি ক্ষমা করে দিয়েছি।আমি চাই তোমাকে কেউ খুব বাজে ভাবে ঠকাক। আমি চাই তোমাকে কেউ আমার মত নিঃস্ব করে দিক। তাহলে বুঝবে কষ্ট৷ কতটা তীব্র হয়।আমি বিশ্বাস করি,তোমার জন্য,তোমার চেয়ে ও বড় ঠক অপেক্ষা করছে। আমি অনেক ভাল আছি। একা থাকতে শিখে গেছি।এখন মুখে সবসময় মৃদু হাসি থাকে।
0
92