কিছু বাস্তব কথা....

1 13
Avatar for Kanij1305
4 years ago

কারো পাজেরো গাড়ি থামছে রাতের গভীরে নিষিদ্ধ পল্লীতে, ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে...!

কেউ ভাঙা ঘরে থেকে স্ত্রীকে নিয়ে অবিরত স্বপ্নের জোয়ারে ভাসছে।

কেউ ভাবছে আর কয়েকটা দিন! ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি।

কেউ একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করে চলছে।

কেউ সন্তান ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে।

কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে!

কেউ বছরে কতোজন ভালবাসার মানুষ বদলে ফেলছে!

কেউ শুধু একটা সত্যিকারের ভালবাসার মানুষের জন্য অপেক্ষা করে চলছে বছরের পর বছর।

কেউ দামি শাড়ি হাতে পেয়ে তবু খুশি নয়!

কেউ তাঁতের নতুন শাড়ির বারবার গন্ধ শুঁকছে।

কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে ভাত খেতে পারছেনা!

কেউ পেঁয়াজ, কাঁচামরিচ কচলিয়ে গোগ্ৰাসে ভাত গিলছে।

কারো দামি খাটে শুয়েও আবার ঘুমের ওষুধ খেতে হচ্ছে একটু ঘুমের জন্য!

হিমেল হাওয়ায় রাস্তায় কেউ অঘোরে ঘুমোচ্ছে।

কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ কিন্তু পড়তে ইচ্ছে করছেনা।

কেউ পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে,পকেট খালি বলে!

কেউ বিলাস বহুল গাড়িতে বসে চিন্তিত,সন্তানগুলো মানুষ হলোনা! এতো সম্পত্তি রাখতে পারবেতো??

কেউ পায়ে হেঁটে পথ চলছে, মনে মনে ভাবছে... সন্তানতো মানুষ করতে পেরেছি!খোদা চাইলে, ওরাই জীবনটা এখন গড়ে নিবে।

সত্যিই নানান রঙের মানুষ, নানান রঙের স্বপ্নের ঘুড়ি...! জীবনের নিজস্ব আলাপনে, বাস্তবতার হাত ধরে!!

3
$ 0.00

Comments

It was very good after writing, in fact, the words match a lot with the reality. In fact, no one can be happy if he has a good expensive car, and there is no lack of happiness for the man on the street. Because he doesn't know what to do with this expensive car, how to stay in the big house. In fact, this is life, this is the destiny that no one can change intentionally even if they want to

$ 0.00
4 years ago