খরগোশ ও কচ্ছপের গল্পটি আপনারা শুনে থাকবেন। বাচ্চাদের নীতিশিক্ষা, দায়িত্বজ্ঞান ইত্যাদি ভালো জিনিস শেখাতে যেসব গল্প প্রচলিত তার মধ্যে একটি এই খরগোশ ও কচ্ছপের গল্প। বলা হয়ে থাকে ঈশপ নামের এক ব্যক্তি এটি বলেছিলেন। তবে মূলত এটি হচ্ছে প্রাচীন কাল থেকে চলে আসা গল্পগুলির একটি।
গল্পটির কাহিনী এই যে, একদা এক খরগোশ একটি কচ্ছপের ধীর গতি নিয়ে হাসাহাসি করছিল। কচ্ছপ এতে ক্রুদ্ধ হয় এবং খরগোশকে একটি দৌড় প্রতিযোগীতায় চ্যালেঞ্জ করে বসে। প্রথমে তাচ্ছিল্য করলেও একসময় খরগোশ দৌড় প্রতিযোগীতায় অংশ নিতে রাজী হয়। দৌড় শুরু হয়। খরগোশ খুব দ্রুত দৌড়াতে পারে। সে কিছুদূর গিয়ে একটা গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ে আলস্যে। সে ভাবে কচ্ছপ এত দূর আসতে আসতে সে একটা ঘুম দিয়ে ফেলতে পারে।
এদিকে কচ্ছপ আসে। সে দেখতে পায় খরগোশ ঘুমিয়ে আছে। সে খরগোশকে রেখে দৌড়ে শেষ সীমানা ছুঁয়ে ফেলে। খরগোশ ঘুম থেকে উঠে দৌড়াতে দৌড়াতে এসে দেখে কচ্ছপ বিচারক ময়ুরের কাছ থেকে বিজয়ীর মেডেল নিচ্ছে। বাংলা পাঠ্যবইয়ে এরকম একটা ছবি ছিল ময়ুর কচ্ছপের গলায় মেডেল পরিয়ে দিচ্ছে।
যাইহোক, এই গল্প দিয়ে প্রধান যে নীতিশিক্ষাটা দেয়া হয় তা হলো, অধ্যাবসায়ে জিত হয়। এই গল্প থেকেই ইংরাজিতে প্রবাদের উদ্ভব হয়েছে স্লো এন্ড স্টেডি উইন্স দ্য রেইছ ।।।
ছোট্ট বেলা এই গল্প টা অনেক শুনেছি,এই গল্প টা পড়লে বুঝা জায় চাইলে অসম্ভব কে ও সম্ভব করা জায়।।।
When i am children this time i listen the story.its nice brother.