কুরআনের কারিশমা

1 18
Avatar for Kaikakaifa123
4 years ago

ঘটনাটি আমেরিকার এক হসপিটালের।

ঘটনাটি হলো এই হাসপাতালে একই দিনে দুটি বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে।

বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর যিনি কর্তব্যরত ডাক্তার উপস্থিত থাকেন তিনি ঘটনাক্রমে সেইদিন উপস্থিত ছিলেন না।

বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে প্রতিটা বাচ্চার হাতে একটি বেল্ট লাগানো হয়, যেখানে শিশুর মায়ের নাম সহ কিছু কোড নাম্বার লাগানো হয়।

কিন্তু ঐদিন ডাক্তার উপস্থিত না থাকার কারণে হাতে কোন ধরনের বেল্ট লাগানো হয়নি। যেই কারনে বাচ্চা দুটো নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হলো।

কেননা একটি ছেলে সন্তান আরেকটি মেয়ে সন্তান।

কোনটি কার সন্তান এটা নিয়ে পুরা হসপিটাল জুড়ে তোলপাড় শুরু হলো।

ডাক্তার দের মিটিং ডাকা হলো এবং যিনি কর্তব্য রত ডাক্তার ছিলেন তিনি ডিউটি অবহেলার কারণে তাকে চাকরীচ্যুত করা হলো।

কিন্তু যাদের সন্তান তারা এটা নিয়ে কিছুতেই সমঝোতা করতে রাজি নন।

হসপিটাল এর এমডি যিনি ছিলেন তিনিও একজন বিশেষজ্ঞ ডাক্তার।

তার এক বন্ধু ছিল মিশরীয় মুসলিম ডাক্তার তিনি তার শরণাপন্ন হলেন।

তিনি তার বন্ধুকে বললেন ভাই আমরা বড়ই বিপদে রয়েছি।

আশাকরি তুমি আমাকে ইকটু সাহায্য করতে পারবে।

তুমি সব সময় দাবি করো কোরআন যেই কোন সমস্যার সমাধান করে থাকে।

তাই সমস্যা নিয়ে তোমার কাছে এসেছি তুমি যেই কোন উপায়ে এর একটা সমাধান খুজে বের করো।

অত:পর মিসরী ডাক্তার এই সমস্যার সমাধানের উদ্দেশ্যে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় সফর করলেন।

তিনি বিভিন্ন ওলামায়ে কেরামের সাথে বৈঠক করলেন একজন বিজ্ঞ আলেম তাকে একটি আয়াত শুনালেন যা তার মনে ধরেছে।

উল্লেখিত আয়াতের অর্থ হল

ঃএকজন পুরুষের মিরাছের অংশীদারিত্ব দুজন মহিলার বরাবর।"

(সূরা নিসা, আয়াত নম্বর ১১)

আয়াত শোনার পর তার মনে কম্পন সৃষ্টি হলো তিনি মনে মনে ভাবলেন নিশ্চয়ই এর মধ্যেই কোন সমাধান রয়েছে তিনি ভাবতে থাকলেন সারারাত ভাবার পর তিনি একটি ফয়সালায় পৌঁছলেন।

এবং তার পরের দিনই আমেরিকার উদ্দেশ্যে রওনা হলেন।

তিনি আমেরিকায় পৌঁছে তার আমেরিকান বন্ধুকে ডেকে পাঠালেন এবং বললেন ইনশাআল্লাহ একটি সমাধান খুজে পেয়েছি।

আমেরিকান ডাক্তার আশ্চর্য হলেন বললেন সেটা কি? মিসরী ডাক্তার বললেন তুমি দুনোজন মহিলার দুধ পরীক্ষা করাও।

পরীক্ষা করতে হবে কার দুধের পরমান কতটুকু।

কার দুধে কতটুকু ভিটামিন রয়েছে।

কার দুধে কতটুকু সর্করা রয়েছে।

রিপোর্ট আশার পর দেখা গেলো একজনের চেয়ে দ্বিতীয় জনের দুধের পরিমান দ্বি গুন। ভিটামিন, শর্করা, মিনারেল সব কিছুই পরিমান প্রথম জনের তুলনায় দ্বিগুণ।

আমেরিকান ডাক্তার হতভম্ব।

কি ব্যপার এমন কেন?

তখন তার বন্ধু মিশরী ডাক্তার তাকে কোরআনে কারীমার এই আয়াত শুনালো।

,,পুরুষের অংশীদার মহিলার চেয়ে দ্বিগুণ,,

বিস্তারিত বলার আগেই এমিরিকান ডাক্তারের সব বুঝা এসে গেল।

মাই গড!! বলে তিনি চিৎকার করে উঠলেন।

আর মিশরী ডাক্তার বলে উঠলেন আলহামদুলিল্লাহ।

অর্থাৎ মেয়ে সন্তানের মায়ের চেয়ে ছেলে সন্তানের মায়ের সব দিক দিয়ে দ্বীগুন বেশি।

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

3
$ 0.00
Avatar for Kaikakaifa123
4 years ago

Comments

Nice article

$ 0.00
4 years ago