গল্প

0 16

গল্প শুনতে কার না ভালো লাগে । ছোট্ট বেলা আমার দাদুর কাছে আমরা সব বোনেরা মিলে গল্প শুনতাম । দাদু আমাদের কে অনেক সুন্দর সুন্দর গল্প বলে শুনাতো।

দাদু অনেক ধরনের গল্প বলে শুনাতো আমাদের কে।যেমন:মৎস কন্যা

সাত ভাই চম্পা

দাদু রাজা,রানীর গল্প অনেক বেশি বলত।আর আমাদের ও শুনতে ভালো লাগতো ।

তারপর ভুতুড়ে গল্প বললে আমাদের ভয় লাগত ,তারপরও শুনতে ইচ্ছে করতো ।ভুতুড়ে গুলো অনেক ভালো লাগত তাই একটা শেষ হলে বলতাম আবার একটা বলতে ।

তারপর জল পরী

রাজকন্যার গল্প

আসলে দাদু যে কতও কতও গল্প বলে শুনাই ছে এখন ভালো করে মনে নাই।

সুই-দুই ওরা ছিলো দুই বোন ।ওদের গল্প দাদুর কাছে অনেক শুনেছি ।কিন্তু এখন কার দিনে শিশু রা এই গল্প গুলো শুনতে ইচ্ছে করে না।,,,,,

আসলে সবার ছোট বেলা এক রকম হয় না।সবাই সবার মত করে ছোট বেলা টা কে উপভোগ করে থাকে ।

6
$ 0.00

Comments