একদিন এক জেলে নদীতে মাছ ধরতে গেলো । প্রতিদিনের মত সে নদীতে জাল ফেলল , কিন্তু কোন মাছ পেলো না 😐। সে ভাবল যে আরও একবার চেষ্টা করে দেখা যাক 🙂।
তাই সে পুনরায় আবার জাল ফেলল , কিন্তু এবারো সে নিরাশ হল🙁🙁। সে হতাশ হল না 😊। সে বার বার চেষ্টা করতে থাকলো। কিন্তু তার ভাগ্য সুপ্রসন্ন হল না ।🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
হয় তো মাছ গুলো নদীর আরও গভীরে রয়েছে তাই নদীর কিনারে জাল ফেলে তাদের ধরা যাবেনা , এই ভেবে সে একটি নৌকা জোগাড় করে গভীর নদীতে মাছ ধরতে গেলো।
যথারীতি সেখানেও সে একই ভাবে কোন মাছের দেখা পেলো না । সে অনবরত জাল ফেলতে থাকলো এই আশায় যে সে সফল হবেই । এই সময় সন্ধ্যা ঘনিয়ে এলো এবং সে ক্লান্ত হয়ে পড়ল । ভগ্ন হৃদয়ে সে বাসায় ফিরে যাবার জন্য মন থির করলো।
হটাত সে লক্ষ্য করলো যে তার জালের একটি অংশ ছিঁড়া, তখন সে বুঝতে পারল যে আজকে তার মাছ না পাবার আসল কারণ হল তার ত্রুটি পূর্ণ জাল । হয়তো গত রাতে কোন ইদুঁর তার জালের এই ক্ষতি করেছে।
সে বাসায় ফিরে তার জাল যত্ন সহকারে তার জাল মেরামত করলো এবং পরের দিন থেকে যথারীতি তার জালে মাছ ধরা পড়তে শুরু হল ।
শিক্ষাঃ কোন কাজে বিফল হলে , তাড়াহুড়া না করে প্রথমে বিফল হবার কারণ খুঁজে বের করা উচিত।এক বার না পারিলে দেখ শত বার***।
Hi ame apnar post a like comment kor se apni ama k koran