যে কারণে দল বাঁধে পঙ্গপাল

0 11
Avatar for Juyal
Written by
3 years ago

করোনায় গোটা বিশ্ব যখন আক্রান্ত, তখনই পঙ্গপালের দল ঢুকে পড়ে ভারতের পশ্চিম প্রান্ত দিয়ে উত্তরপ্রদেশ পর্যন্ত। ফলে জরুরি সতর্কতা জারি করা হয় পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে। সে বিপদ আপাতত কমানো গেলেও অদূর ভবিষ্যতে আবারও ধেয়ে আসতে পারে পঙ্গপাল বলে ধারণা সংশ্লিষ্টদের। জলবায়ু পরিবর্তনের সঙ্গে সমুদ্রের পানি ক্রমশ উষ্ণ হচ্ছে এবং তাতে বাড়ছে সাইক্লোন বা অতিবৃষ্টি মতো দুর্যোগ । অসময়ের অতিবৃষ্টি পঙ্গপালের বংশবৃদ্ধি আচমকাই বাড়িয়ে দিচ্ছে, যা ছারখার করছে আশপাশের খেতের ফসল।

0
$ 0.00

Comments