আমেরিকায় ছাড়া হচ্ছে ৭৫ কোটি মশা

1 16
Avatar for Juyal
Written by
3 years ago

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অঙ্গরাজ্যের 75 কোটি মারা ছাড়ার পরিকল্পনা অনুমোদন দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি, মার্কিন বার্তা সংস্হা এপি ও সম্প্রচারমাধ্যম সিএনএন-এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, ডেঙ্গু জিকার মতো প্রাণঘাতি রোগ বহণ করা মশার সংখ্যা কমাতেই জেনেটিক্যালি মোডিফাইড এই মশা গুলো ছাড়ার পরিকল্পনা নেয়া হয়েছে।

তবে এ পরিকল্পনার বিরোধিতা করে আসছে পরিবেশবাদী সংগঠনগুলো। এই পদক্ষেপের ফলাফল ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা তাদের। এপি জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ি অক্রিটেক বায়োটেকনোলজি নামে একটি কোম্পানি তাদের ল্যাবে সৃষ্ট কয়েক কোটি মশা উন্মুক্ত করবে। সংখ্যাটি ৭৫ কোটি উল্লেখ করেছে সিএনএ। জিন পরিবর্তন করা এসব পুরুষ মশা রক্তের জন্য মানুষকে কামরানো ক্ষতিকর স্ত্রী মশার সঙ্গে মিলিত হবে এর ফলে নতুন জন্ম নেওয়া স্ত্রী মশা আর প্রকৃতিতে বেঁচে থাকতে পারবে না বলে আশা করছে ।

আরও এই প্রক্রিয়ার মধ্য দিয়ে মশাবাহিত রোগের বিস্তার ঠেকানো যাবে বলে ধারণা করা হচ্ছে।

1
$ 0.00
Avatar for Juyal
Written by
3 years ago

Comments

Informative

$ 0.00
3 years ago