0
6
কোন প্রয়োজন নয়
কোনো স্বপ্ন নিয়ে নয়
চোখ খোঁজে আবছা হয়ে যাওয়া মুখ
দীর্ঘদিনের দূরত্ব
সৃষ্টি করে এখনো প্রতারণা
কখনো কখনো কুড়িয়ে পাওয়া স্মৃতির
তপ্ত অনলে পুড়ায় মন।
তোমার ভালোলাগাটা অনাদি বাসনা!
নাকি ছলনা!
আঙুল ধরেছিলে সত্যি
কিন্তু অদৃশ্য হলে অপূর্বভাবে
বাতাসে তোমার পদধ্বনি শুনি
প্রতিটি মুহূর্ত নিয়তি বঞ্চনা করে
রাতের প্রহর কাদেঁ, কাঁদায়
বন্ধ কারাগার ভাঙ্গার যুদ্ধ।
অসীম নীরবতা নির্জনতা আর কত
অতৃপ্ত রাত্রি করবে হাহাকার
আর কত ঝড় তুলবে কবিতায়,
জোয়ার ভাটায় ভেসে যাবে
আর কতদূর ঠিকানা?