0
5
ঘোড়া অমাবস্যায় একাকী বসে
গুণী সময়ের গতি
টুকরো টুকরো কথা বুকের গহীনে
জমে জমে হয় পাহাড়
বিষন্ন ঝিঁঝিরা সঙ্গ দেয় নিয়মিত আমায়
অস্পষ্ট ছায়ার মত আমায় কাঁদায়
একদিন ছিল জীবনের স্রোত
আকাশ ভরা তারা ছিলো নিজস্বতা
আজ ইউ পোকা নিয়েছে খেয়ে
জীবনের সর্বস্ব।
চোখে বেদনার মেঘ জমে ক্রমালয়ে
ঝড় তুলে অন্তর্গত কাননে
স্বপ্নের ঘরে কাকে যেন খুজি
জানা নেই সত্যিই জানা নেই।