বুকেরগহীনে🌺🌺

0 5
Avatar for Juthich4-
4 years ago

একটা সময় ছিল বুকের ভেতরে

বুদবুদ করা স্পন্দন গুলো

স্বপ্নের রঙিল বেগুনি গাঁথতো,

বিশেষ দিনগুলোতে কতনা মাতামাতি

রঙিন শাড়ি, চুড়ি, খোঁপায় ভাঁজে ভাঁজে

ফুলের সমাহার

মনে হতো আমি অপ্সরা।

এত বাঁধভাঙ্গা ভালোবাসা, ভালোলাগা

বুকের গহীনে ছলাত ছলাত

অথৈ জলে সাঁতার কাটা,

স্বপ্নীল প্রজাপতি মন

উড়ে বেড়ায় দূর্বাঘাসে

কি অদ্ভুত অনুভূতি,

অদৃশ্য সব চাওয়া পাওয়া

কালের পরিবর্তনে যতদূর দৃষ্টি ধু ধু বালুচর

নিরাশার দোলাচলে দোল খায় দিবাযামী

রং বিহীন নিঃসঙ্গ নিষ্পলক

এই আমি দাঁড়িয়ে একা একাকিনী।

0
$ 0.00
Avatar for Juthich4-
4 years ago

Comments