আমাদের নবী হযরত মুহাম্মদ মোস্তফা (স:) ফরমাইয়াছেন আমার উম্মতের মধ্যে যে ধর্ম সম্বন্ধে অন্তত 40 টি হাদিস জেনে রাখবে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন আলেম হিসেবে উঠাবেন এবং আমি তার জন্য সুপারিশ করব এবং তার পক্ষে সাক্ষ্য দিব।
হাদিস নং 11: হুববুদ দুনইরা রাশকুল্লি খাতিয়ান।
অর্থ: দুনিয়ার মহব্বত সকল গুনাহের মূল। ( বুখারী শরীফ)
হাদিস নং 12: আদদোয়াও মুখখুল ইবাদত।
অর্থ: দোয়া সকল ইবাদতের মগজ। ( বুখারী শরীফ)
হাদিস নং 13: বাল্লিগু আন্নি ওয়ালাও আয়াত।
অর্থ: রাসূলুল্লাহ (স:) বলেছেন আমার পক্ষ হতে একটি আয়াত হলেও তা পৌঁছিয়ে দাও। (তিরমিজি শরীফ)
হাদিস নং 14: তোহ-ফাতুল মুমিনিল আল-মাউত।
অর্থ: মুমিনের জন্য মৃত্যু তোহফা স্বরূপ। (বায়হাকী শরীফ)
হাদিস নং 15: আল-গিনাউ গিনাউ নাফ্ছি।
অর্থ: সেই ধনী যার আত্মধনী। (মুসলিম শরীফ)
good written