ভোরের শুভ্র আলোয় আলোকিত হক সবার জীবণ। সকালের মিষ্টি হাওয়ায় শীতল হক সবার হ্রদয়।
শিশির ভেজা নিস্তব্ধ সকালের ন্যায়, সকল অশান্তির কোলাহল মিটে যাক সবার...!
আজ কতোদিন হলো,
ভোরের আলো তোমার সাথে হয়না দেখা বলো?
ভোরের হাওয়া তোমার ছোঁয়াও পাইনা তো ভাই আর,
ঘুমের ঘোরেই এখন আমার ভোর হয়ে যায় পার।
কেমন করে ঘুম'টা বলো ভাঙ্গবে বিহান-ভোরে,
রাত হয়ে যায় তিনটা, তবু ঘুম রয়ে যায় দূরে!
ভোরের আলোয় মন রাঙ্গিয়ে
দূর্বা ঘাসের ঘুম ভাঙ্গিয়ে
ভোরের হাওয়া গায়ে এখন মাখতে পারি না,
আমি কেন আগের মতো থাকতে পারি না!
দেখি নাতো এখন ভোরে কেমন সোনা রোদ হয়,
বদলে যাওয়ার দুনিয়াতে বদলে গেছি বোধহয়।
ইচ্ছে ভীষণ দেখা পাওয়ার
ভোরের আলো-ভোরের হাওয়ার
কিন্তু বলো তাদের দেখা ক্যামনে পাবো, কই?
আমি যে আর ভোরে জাগা ছোট্ট আমি নই!!
N