স্বপ্ন সফলতার পূর্বশর্ত

12 24
Avatar for Jewel
Written by
4 years ago

সফলতার পূর্বশর্ত স্বপ্ন।যার কোনো স্বপ্ন নেই তার কোনো লক্ষ্য  বা উদ্দেশ্য নেই।সুতরাং সাফল্য নেই।যে যত বেশি স্বপ্ন দেখে সে ততোবেশি সাফল্যের দ্বারপ্রান্তি।তবে হ্যা,শুধু স্বপ্ন দেখলেই হবে না,সাথে থাকতে হবে পর্যাপ্ত চেষ্টা।আর হতে হবে বিনয়ী এবং দানশীল।

চেষ্টা মানুষকে অসম্ভবকেও সম্ভবে পরিনত করে।মানুষ যদি হাত পা গুটিয়ে বসে থাকতো তবে আজকের এই প্রযুক্তিগত উন্নয়ন হতো না।কম্পিউটার আবিস্কারের ১০০ বছর আগেই চার্লস ব্যাবেজ স্বপ্ন দেখেছিলেন একটি পূর্নাঙ্গ কম্পিউটারের,সব রকম সুবিধা সম্বলিত।ঠিক প্রায় ১০০ বছর পর কিন্তু তার স্বপ্ন বাস্তবে পরিনত হয়।হ্যা,তিনি হয়তো তা দেখে যেতে পারেন নি।কিন্তু তার স্বপ্ন কিন্তু হারিয়ে যায় নি।বরং তা মানবজাতির জন্য হয়েছে কল্যানকর।তাই স্বপ্ন দেখার কোনো বিকল্প নেই।বাস্তবিক স্বপ্ন দেখারও রয়েছে মূল্য।

বলে রাখা বাহুল্য যে, স্বপ্ন ওটা নয় যা আমরা রাতে ঘুমিয়ে দেখি!বরং স্বপ্ন সেটা যার জন্য আমরা ঘুমোতে পারি না,চোখের সামনে ভেসে ওঠে।

এ ধরনের বাস্তবিক স্বপ্ন যত বেশি দেখা যাবে ততই কাজের প্রতি মনযোগী হওয়া যাবে আর সাফল্য লাভ সম্ভব হবে।

স্বপ্নকে জীবনের লক্ষ্যের সাথে তুলনা করা যেতে পারে।তবে লক্ষ্যে থাকে একটি কিন্তু স্বপ্ন একটি হতে পারবে না।তাহলে পিছিয়ে পড়বেন।স্বাধীনতার আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ দেখতে চেয়েছিলেন,এটি ছিল তার স্বপ্ন।১৯৭১ সালে কিন্তু ঠিকই বাংলাদেশ স্বাধীনতা লাভ করে আর তার স্বপ্ন বাস্তবিক অর্থে পূরন হয়।

স্বপ্ন শুধুমাত্র ব্যক্তিগত প্রয়োজনে নয়।বরং দেশ ও জাতির কল্যানের জন্য।তাই স্বপ্ন দেখতে হবে আর তার অর্জনে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যেতে হবে।

আগ্রহ আর সময় নিয়ে পড়ার জন্য ধন্যবাদ।

Sponsors of Jewel
empty
empty
empty

9
$ 0.00
Sponsors of Jewel
empty
empty
empty
Avatar for Jewel
Written by
4 years ago

Comments

আপনি যথার্থই বলেছেন। সফলতার পূর্বশর্ত হলো স্বপ্ন স্বপ্ন দেখতে হবে তাহলেই সফলতার দিক উজ্জ্বল হয়ে উঠবে। মানুষের স্বপ্ন সব থেকে বড়।তাই মানুষের স্বপ্ন দেখা উচিত এবং সফলতার দিকে এগিয়ে যাওয়া উচিত। আপনার প্রবন্ধ টি অনেক সুন্দর।

$ 0.00
4 years ago

ধন্যবাদ ভাইয়া আপনার মতামতের জন্য।আপনি ঠিকই বলেছেন।মানুষের স্বপ্ন সবথেকে বড়।যে স্বপ্ন দেখতে চায় না/জানে না,তার জীবনের কোনো মূল্য নেই কেননা তার কোনো ইচ্ছে/লক্ষ্য নেই!

$ 0.00
4 years ago

খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষনীয় একটা পোস্ট। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে এতো গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। এই পোস্টটি থেকে আমি অনেক গুরুত্বপূর্ন বিষয় জানতে পারলাম।

$ 0.00
4 years ago

আপনাকেও অনেক ধন্যবাদ আপু।আসলেই ধৈর্য আর চেষ্টা করলে যে সফলতা পাওয়া যায় আপনি তার একটি দৃষ্টান্ত।

$ 0.00
4 years ago

হ্যাঁ ঠিক তাই। ধৈর্য্য আর পরিশ্রম ছাড়া জিবনে কখনো কোনোরকম উন্নতি করা সম্ভব নয়।

$ 0.00
4 years ago

স্বপ্ন সফলতার পূর্ব শর্ত এটা যেমন ঠিক তেমনি স্বপ্ন বাস্তব বাদী হতে হবে এটাও ঠিক। তাই আমাদের স্বপ্ন বাস্তববাদী হতে হবে তবেই সফলতা আসবে।

$ 0.00
4 years ago

হুম,অবাস্তবিক স্বপ্নের পেছনে হেটে সাফল্য লাভ সম্ভব না।

$ 0.00
4 years ago

হ্যা, ঠিক বলছেন। আমি আপনার সাথে সহমত পোষণ করছি এই ব্যাপারে।

$ 0.00
4 years ago

আপনি ঠিক বলেছেন স্বপ্ন ছাড়া কখনো সফলতা আশা করা যায় না। সফলতা করতে গেলে কোন কিছুতে পূর্ব পরিকল্পনা থাকতে হবে। আর পূর্ব পরিকল্পনা মানে স্বপ্ন।

$ 0.00
4 years ago

লজিক আছে।আসলে ব্যাপারটা তেমনি।স্বপ্ন দেখার কোনো বিকল্প নেই।অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।

$ 0.00
4 years ago

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ।

$ 0.00
4 years ago