জিলিপি

32 29
Avatar for Jewel
Written by
4 years ago

উপকরনঃ

১| আটা

২| চিনি

৩| পানি

৪| বেকিং সোডা

৫| ফুড কালার

৬| সয়াবিন তেল

প্রস্তুতপ্রণালীঃ

প্রথমে সিরা তৈরি করে নিতে হবে।এরজন্য একটি ফ্রাইপ্যানে ১কাপ পানির মধ্যে দেড় কাপ চিনি দিই।সিরাটা ঘন করে নিতে হবে।নয়তো জিলিপি চুপসে যাবে।সিরা ঘন হলে কিছুটা আঠালো ভাব আসবে।

এবার একটা বোলে এক কাপ আটা নিই।এরমধ্যে অল্প বেকিং সোডা নিই।এবার অল্প অল্প করে হাফ কাচের গ্লাস পরিমান পানি ঢালি।খেয়াল রাখতে হবে যেন বেশি তরল বা রুটি বানানোর মন্ডর মতো না হয়ে যায়।এবার এতে ফুড কালার দিই।ভালভাবে মিক্স করি।এবার এই লিকুইড একটা টিউবের মধ্যে ভরি।

একটা ফ্রাইপ্যানে ডুবো তেল পরিমান তেল নিয়ে মিডিয়াম আচে গরম করি।এবার টিউবে চাপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে জিলিপির আকৃতি বানাই।এভাবে সবগুলো বানিয়ে দুই পাশ ভাল ভাবে ভাজি যতক্ষন না লালচে ভাব আসে।ভাজা হয়ে গেলে সিরায় দিয়ে কিছুক্ষন রেখে তারপর পরিবেশন করি।

বাসায় বানিয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো।আর এখনো সাবস্ক্রাইব না করে থাকলে করে নিবেন।ধন্যবাদ।

8
$ 0.29
$ 0.29 from @TheRandomRewarder
Sponsors of Jewel
empty
empty
empty
Avatar for Jewel
Written by
4 years ago

Comments

কাল ও দিয়েছে জিলিপি আমাদের মসজিদে। ছোট্টবেলায় এক মসজিদে নামায পড়লে ও অন্য মসজিদে চলে যেতাম শুধু জিলিপি পাওয়ার লোভে

$ 0.00
4 years ago

হাহাহা..ঠিক বলছেন।আমরা অবশ্য আগেই খবর পেতাম কবে কোন মসজিদে কি দিবে!😁

$ 0.00
4 years ago

আমরা গিয়ে দাড়িয়ে থাকতাম জিলিপির জন্য।পাইলে তো মহাখুশী

$ 0.00
4 years ago

😂😂😂

$ 0.00
4 years ago

ওয়াও, জিলিপি আমার অনেক ভালো লাগে খেতে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জুয়েল ভাইয়া আমাদের সাথে জিলিপির এতো সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য।

$ 0.00
4 years ago

মোটা না চিকন জিলিপি??আমার তো চিকন জিলিপি পছন্দ!😍😋

$ 0.00
4 years ago

দুটোই আমার ভালো লাগে। আমি বাসায় কয়েক মাস আগে বানিয়েছিলাম জিলিপি৷ আর আমার বাসার সবাই অনেক পছন্দ করেছিলো৷

$ 0.00
4 years ago

নেক্সট টাইম বানালে সবার সাথে শেয়ার কইরেন।🤗

$ 0.00
4 years ago

জি ভাইয়া অবশ্যই শেয়ার করবো সবার সাথে আর কেমন লাগলো খেতে সেটাও জানানো সবাইকে।

$ 0.00
4 years ago

আমি বাসায় জিলিপি বানিয়ে ছিলাম। কিন্তু এটা দোকানের মতো হয় নি। এই রেসেপি দেখে আমি আবারও বাসায় বানাতে চেষ্টা করব।

$ 0.00
4 years ago

প্রধান সমস্যা হল দোকানদারেরা বানাতে বানাতে এক্সপার্ট আর ২য় বাসায় বানালে আকৃতি রাউন্ড হয় না।আঁকাবাঁকা হয়ে যায়।

$ 0.00
4 years ago

হ্যা, আমার গুলো রাউন্ড হয় না। কিন্তু আমি চেষ্টা করি।

$ 0.00
4 years ago

চেষ্টা করতে থাকুন।একদিন ঠিক হবে।

$ 0.00
4 years ago

হ্যা অবশ্যই। ☺

$ 0.00
4 years ago

মানুষ জানে না যে সে সফলতার কতটা কাছে আছে।তাই তার চেষ্টা করে যাওয়া উচিৎ

$ 0.00
4 years ago

একদম ঠিক কথা বলছেন ভাই। আমি আপনার সাথে সহমত।☺

$ 0.00
4 years ago

অবশ্য রিড ক্যাশে আপনার চেষ্টাও আমাদের জন্য অনুপ্রেরণা😊

$ 0.00
4 years ago

ধন্যবাদ।💞

$ 0.00
4 years ago

জিলাপি দেখলেই তো খাইতে মন চায়। জিভে জল এসে যায়।

$ 0.00
4 years ago

আমার কাছে আবার জিলিপি যত চিকন হয় ততো ভাল লাগে।আর চিনিরটা বেশি ভাল লাগে।মচমচে হয় বেশি।

$ 0.00
4 years ago

ha ha ha রেসিপি দেখে ছোট বেলার কথা মনে পরে গেলো ছোট বেলাই মাদ্রাসা যায়তাম জিলাপি পাওয়ার লোভ এ 😀😀😀

$ 0.00
4 years ago

বাসায় জানে??😀আমি আবার জিলিপির পাশাপাশি আমিত্তি,নিমকির পাগল ছিলাম।এখনো মাঝে মাঝে মিলাদে যাই।

$ 0.00
4 years ago

Ha ha ha না বাসায় জানে না। তবে যায় বলুন দোকানের জিলেপির মতো বাসাই বানানো সম্ভব হয় না আমি চেষ্টা করেছি পারি নি বানাইতে।

$ 0.00
4 years ago

আবার চেষ্টা কইরেন।

$ 0.00
4 years ago

এটা খেতে সবথেকে বেশি মজা লাগে কোন বড় মেলায় গিয়ে। আমি এটা খেতে খুবই ভালোবাসি। তবে আমি এটা তৈরি করতে জানতাম না। আপনার আর্টিকেল এর মাধ্যমে আমি এটা জানতে পারলাম।

$ 0.00
4 years ago

আমিও ছোট বেলায় ওয়াজ মাহফিল কিংবা মেলায় অথবা মাঝে মাঝে মসজিদে মিলাদে যে জিলিপি দেয় সেটা খেতাম।

$ 0.00
4 years ago

basai chesta korechilam ato sundor vabe hoi na vage jai tobe apnae recipe dakha abar chwsta korbo.dakhi jodi hoiya jai

$ 0.00
4 years ago

হুম।সোডা দিলে একটু ফুলবে।আর তরল খামি টা টিউবে ভরে তারপর তেলে দিয়ে ভাজবেন।আশা করি ভালই হবে।

$ 0.00
4 years ago

ok tnx vaiya

$ 0.00
4 years ago

আপি??🙄😶🥺😒

$ 0.00
4 years ago

Sry by Mostak

$ 0.00
4 years ago

😏😏

$ 0.00
4 years ago