ডিম ভূনা

5 14
Avatar for Jewel
Written by
4 years ago

উপকরণঃঃ

১/ ডিম

২/পেয়াজ পরিমান মত

৩/হলুদের গুড়ো

৪/মরিচের গুড়ো

৫/সয়াবিন তেল

৬/লবন

৭/পানি

রন্ধনপ্রণালীঃ চুলোয় ফ্রাই পেন দিলে তেল গরম করতে হবে।তেল গরম হলে পেয়াজ ঢেলে হালকা ভাজতে হবে।কিছুক্ষন পর একটু হলুদ আর মরিচের গুড়ো দিতে হবে।দিয়ে কিছুক্ষন আচে রান্না করতে হবে।পাশাপাশি আরেক চুলোয় ডিম সিদ্ধ করে ভেজে নিতে হবে।এবার ফ্রাই পেনে একটু লবন দিয়ে সিদ্ধ ভাজা ডিম দিয়ে কিছুক্ষন নাড়তে হবে।এরপর কিছুটা পানি দিয়ে ঢেকে দিতে হবে।একটু পর পর নাড়তে হবে।ঝোল ঘন হয়ে আসলে নামিয়ে পরিবেশন করতে হবে।হয়ে গেল ঝটপট ডিম তরকারি 😋🤤

6
$ 0.00
Sponsors of Jewel
empty
empty
empty

Comments

ডিম ভুনা অত্যন্ত সহজ একটা রেসিপি। যেহেতু ডিম ভুনা বানাতে খুব বেশি উপকরন প্রয়োজন হয়না৷ তাই খুব সহজেই এটা বাসায় বানানো যায়। যখন খুব তারাহুরা থাকে তখন চট করে ডিম ভুনার রেসিপিটি ট্রাই করা যায়।

$ 0.00
4 years ago

ডিম ই মনে হয় এমন একটা খাবার যাতে সহজে অভক্তি আসে না।যদিও সিদ্ধ ডিম আমার পছন্দ না।

$ 0.00
4 years ago

ডিম ছোট বড় সকলেরই খুব পছন্দের খাবার। আর তাছাড়া ডিম আমাদের শরীরের জন্য ও বেশ উপকারী খাবার।

$ 0.00
4 years ago

খুব সহজেই যে রেসিপিটা তৈরি করা যায় তা হচ্ছে ডিম ভূনা । ঘরে কোনো কাঁচা বাজার নেই তখন পাশের দোকান থেকে ডিম কিনে নিয়ে বাড়িতে অল্প সময়ে ডিম ভূনা করে খাওয়া যায়।

$ 0.00
4 years ago

হুম,বিশেষ করে যারা ঢাকায় থেকে পড়াশোনা/চাকুরি করে তাদের জন্য বেস্ট

$ 0.00
4 years ago