ডিম নুডলস

7 12
Avatar for Jewel
Written by
3 years ago

ডিম নুডলস তৈরিতে যা যা লাগবে

উপকরনঃ

১| নুডলস

২|ডিম

৩|পেয়াজ

৪|তেল

৫|কাচা মরিচ

৬|সবজি

৭|লবন

৮|সস

রন্ধনপ্রণালীঃ

প্রথমে একটি চুলোয় পাত্রে পানি দিয়ে সবজি সিদ্ধ করি।অন্য চুলোয় ফ্রাইপ্যান দিই।প্রয়োজন মত তেল নিই।তেলটা গরম হলে পেয়াজ কুচি দিয়ে দিই তারপর নাড়তে থাকি।চুলোর আচ মিডিয়াম রাখতে হবে,যেন পেয়াজটা বেশি ভাজা হয়ে না যায়।

পেয়াজটা হালকা ভাজা হলে এতে কয়েকটা কাচা মরিচ দিয়ে দিই।এরপর নুডলস অনুযায়ী ডিম ভেংগে দিয়ে দ্রুত নাড়তে থাকি যেন ডিমটা আস্ত জমাট না বেধে যায়।এবার সিদ্ধ সবজি পানি ছেকে ফ্রাইপ্যানে ঢেলে দিই।স্বাদ মত একটু লবন দিয়ে দিই।কিছুক্ষন নাড়াচাড়া করে পানি ঢেলে দিই প্রয়োজন মত।এরমধ্যে নুডলস দিয়ে দিই।প্রয়োজনে নুডলস হাফ করে হাতে ভেংগে ফ্রাইপ্যানে ঢেলে দিই।

এবার কিছুটা নাড়াচাড়া দিয়ে ঢেকে দিই।কিছুক্ষন পরপর নাড়তে হবে।আর পানি বেশি মনে হলে চুলার আচ বাড়িয়ে দিই।পানি কমে গেলে নুডলস এর মসলা দিয়ে সামান্য সস দিয়ে নেড়েচেড়ে স্বাদ দেখে নামিয়ে ফেলি এবং গরম গরম পরিবেশন করি।

8
$ 0.00
Sponsors of Jewel
empty
empty
empty
Avatar for Jewel
Written by
3 years ago

Comments

নুডুলস অত্যন্ত জনপ্রিয় একটা খাবার। ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত সকলেই নুডুলস খুব পছন্দ করে৷ আর যেহেতু এটা বানানো খুব সহজ তাই খুব অল্প সময়েই নুডুলস স্বল্প উপকরণ দিয়ে বাসায় যেকোনো সময় বানিয়ে নেওয়া যায়।

$ 0.00
3 years ago

Thanks 😊

$ 0.00
3 years ago

You're most welcome. Keep it up. Writing more and more amazing receipes and share with us. Thanks.

$ 0.00
3 years ago

নুডলস শিশু থেকে বৃদ্ধ সবাই পছন্দ করে। বিশেষ করে বাচ্চাদের জন্য এটি বেশি বেশি রান্না করা হয়।

$ 0.00
3 years ago

অল্প সময়ে রান্নার জন্য ডিম ভুনার বিকল্প নেই।বিশেষ করে যারা গ্রামে ফ্যামিলি রেখে এসে ঢাকায় থেকে পড়াশোনা/চাকুরি করছে তাদের জন্য বেস্ট খাবার!

$ 0.00
3 years ago

নুডুলস কমবেশি সবাই অনেক পছন্দ করে আমিও নুডুলস অনেক পছন্দ করি।এটি একটি পরিচিত খাবার এটা সবার ঘরেই সকালের ব্রেকফাস্ট হয়ে থাকে।

$ 0.00
3 years ago

ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য

$ 0.00
3 years ago