দেশি স্বাদে গরুর মাংস রান্নার রেসিপি

21 31
Avatar for Jewel
Written by
4 years ago

দেশি স্বাদে গরুর মাংস রান্নার রেসিপি

উপকরনঃ

• দারচিনি ৩ টুকরো।

• এলাচি ৪ পিস।

• লবঙ্গ ৩ টি।

• তেজপাতা ২ টি।

• জিরা এক চামচ।

• গোলমরিচ ৮/১০ টি।

• গরুর মাংস দেড় কেজি।

• পেয়াজ ১ কেজি।

• আদা রসুন বাটা ২ টেবিল চামচ।

• কাচামরিচ বাটা।

• টমেটো বাটা।

• লবন।

• হলুদ।

• শুকনো মরিচ গুড়ো।

• ধনিয়া গুড়ো।

• সরিষার তেল।

• সয়বিন তেল।

• টমেটো।

• পেয়াজ কুচি।

• চিনি।

• পানি।

প্রস্তুতপ্রণালীঃ

দারুচিনি,এলাচি,জিরা,লবঙ্গ,তেজপাতা,জিরা,গোলমরিচ বেটে পেস্ট তৈরি করে নিই। এবার একটি পাত্রে মাংস নিয়ে তার মধ্যে আধা কেজি পরিমান পেয়াজ বাটা দিয়ে দিই। এরমধ্যে আদা রসুন বাটা দিয়ে দিই। সাথে এক টেবিল চামচ আধা বাটা কাচামরিচ দিই। টমেটো বাটা ও স্বাদমত লবন দিই।

এক চা চামচ করে হলুদ ও মরিচের এবং ধনিয়া গুড়ো দিই। এরমধ্যে প্রথমে তৈরি করে নেওয়া পেস্ট দিয়ে দিই।সরিষার তেল ২ টেবিল চামচ। এবার মসলা মাংসের সাথে ভাল করে মেখে নিই। মাংসটা মেরিনেটের জন্য রেখে দিই।

মিডিয়াম আচে একটি ফ্রাইপ্যানে হাফ চা চামচ জিরা ভেজে নিই এবং গুড়ো করে রাখি। এবার ফ্রাইপ্যানে ২ টেবিল চামচ তেল নিয়ে তাতে হাফ কাপ পেয়াজ কুচি দিই এবংং ভেজে নিই। একটি পাত্রে তুলে রাখি। বাকী তেলে ২ টি তেজপাতা দিয়ে দিই এবং নাড়াচাড়া করি। এবার মেরিনেট করা মাংস এতে ঢেলে দিই এবং ভাল করে নেড়ে ঢেকে দিই।

চুলোর আচ মিডিয়াম থেকে একটু বাড়িয়ে নিই। আবার কিছুক্ষন ভাল মত কষিয়ে এরমধ্যে সামান্য গরম পানি দিয়ে ভাল মত নাড়ি এবং আবার ঢেকে দিই। মাংসটা আধা সেদ্ধ হলে পেয়াজ ভাজা দিয়ে দিই এবং সাথে জিরা বাটা দিয়ে দিই।

এবার হাফ চামচ চিনি দিই। ভাল মতো নেড়ে মাংসের সাথে মসলা মাখিয়ে নিই। উপরে তেল উঠে আসা অবধি রান্না করতে থাকি। উপরের দিকে তেল উঠে আসলে নামিয়ে পরিবেশন করি।

রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন।

ভাল লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।

ধন্যবাদ

Sponsors of Jewel
empty
empty
empty

9
$ 0.00
Sponsors of Jewel
empty
empty
empty
Avatar for Jewel
Written by
4 years ago

Comments

আপনি একটি খুব সুন্দুর আর্টিকেল উপস্থাপন করেছেন। মাংসের মধ্যে স্বাদের রাজা বলা যায় এই গরুর মাংস কে।ধন্যবাদ আপনাকে

$ 0.00
4 years ago

বাহ্ ভাইয়া বেশ সুন্দর একটা রেসিপি শেয়ার করেছেন।গরুর মাংস খেতে কে না পছন্দ করে।মাংসের মধ্যে স্বাদের রাজা বলা যায়।ছবিগুলো দেখে জ্বিভে জল মানে পানি এসে গেল,,,

$ 0.00
4 years ago

If you ask me, Which is my best food? Then I replied to you, "Beef"😋😋

$ 0.00
4 years ago

Hahaha.. Me too.. 😊😇

$ 0.00
4 years ago

ভাই,গরুর মাংস পছন্দ করে না এমন মুসলমান মানুষ হয়তোবা কমই আছে।কিন্তু অনেকেই তাদের সমস্যার কারণে খেতে পারে না।

$ 0.00
4 years ago

হুম। তা ঠিক। কিন্তু গরুর মাংস আমার খুব প্রিয়। বিশেষ করে বিয়ে বাড়িতে যে গরুর মাংস রান্না করে সেটা খুব ভাল লাগে 😋🤤

$ 0.00
4 years ago

Wow amar khub priyo akta recipe vaiya. Kintu khata pari na 😭😭😭 Karon alargy somossa

$ 0.00
4 years ago

🥺😪 তাহলে তো ইলিশ মাছ, চিংড়ি মাছও খেতে পারেন না 😥

$ 0.00
4 years ago

Ji vaiya

$ 0.00
4 years ago

Delicious food with a very simple and easy recipe

$ 0.00
4 years ago

Yeah. I try to give recipe which is easy and can be made within short time ☺

$ 0.00
4 years ago

Thank you awesome

$ 0.00
4 years ago

Thank you so much 😊☺

$ 0.00
4 years ago

Easy recipe

$ 0.00
4 years ago

Thanks a lot 😊

$ 0.00
4 years ago