চিকেন চাইনিজ ভেজিটেবল

5 5
Avatar for Jewel
Written by
3 years ago

উপকরণঃ

১|কাচা বড় পেপে ৪ ভাগের ১ ভাগ পাতলা লম্বা করে

২| একটি ক্যাপসিকাম পাতলা করে

৩| একটি গাজর পাতলা করে

৪| পেয়াজ বড় সাইজ ৩ টি

৫| সয়া সস

৬| কালো গোল মরিচ

৭| এক চামচ রসুন কুচি

৮| এক চামচ আদা কুচি

৯| কাচামরিচ ৩ টা লম্বা করে কেটে

১০| চিকেন লম্বা করে

১১| টেস্টিং সল্ট

১২| কর্নফ্লাওয়ার

রন্ধনপ্রণালীঃ

ফ্রাইপ্যানে সামান্য তেল নিই।এরপর আদা আর রসুন কুচি ঢেলে দিই।হালকা ব্রাউন কালার আসলে চিকেন ঢেলে দিই।এরপর দিতে হবে কাচামরিচ।

চিকেনটা সিদ্ধ হয়ে আসলে সবজি দিয়ে দিব।প্রথমে পেপে এরপর গাজর।ক্যাপসিকাম এবং পেয়াজ পরে দিব।এরপর বড় কাপের এককাপ পানি।চুলোর আচ বাড়িয়ে নিব।

সিদ্ধ হয়ে গেলে ২ টেবিল চামচ সয়া সস।পেয়াজ ফালি আর ক্যাপসিকাম দিয়ে দিই।এরপর কালো গোলমরিচ গুড়ো।টেস্টিং সল্ট এক চামচের চার ভাগের এক ভাগ।২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ কাপ পানিতে গুলিয়ে ফ্রাইপ্যানে ঢেলে দিই।একসাথে ঢালা যাবে না।এতে জমাট বেধে যাবে।একটু একটু করে দিই।

এরপর কিছুক্ষন মিডিয়াম আচে রান্না করি।খেয়াল রাখতে হবে যেন বেশি রান্না হয়ে না যায়।এরপর নামিয়ে পরিবেশন করি।

4
$ 0.00
Sponsors of Jewel
empty
empty
empty
Avatar for Jewel
Written by
3 years ago

Comments

অনেক মজার আর অনেক বেশি সুস্বাদু একটা খাবার হচ্ছে চিকেন চাইনিজ ভেজিটেবল। আমার অনেক ভালো লাগে এই রেসিপিটি।

$ 0.00
3 years ago

ভেজিটেবল আমাদের স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয়।আমরা যত ভেজিটেবিল খাব তত আমরা সুস্থ সবল থাকবো।ধন্যবাদ আপনাকে এতো সুস্বাদু একটি রেসিপি শেয়ার করেছেন।

$ 0.00
3 years ago

আপনাকেও ধন্যবাদ আপু।

$ 0.00
3 years ago

ভেজিটেবল সকলের বেশি বেশি খাওয়া উচিত। কিন্তু অনেকে সুধু সবজি খেতে চাই না তাই এই রেসিপিটি তাদের খুব উপকারে আসবে।

$ 0.00
3 years ago

জ্বী আপু।অনেক বাচ্চারা সবজি পছন্দ করে না।তা তাদেরকে বিভিন্ন ভাবে খাবারটা আরো সুস্বাদু করে বানিয়ে দেয়া যায়।

$ 0.00
3 years ago