0
4
হযরত উমার রাযিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ যে লোক কোন বিপদগ্রস্থ লোককে প্রত্যক্ষ করে বলে,
الْحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي مِمَّا ابْتَلاَكَ بِهِ وَفَضَّلَنِي عَلَى كَثِيرٍ مِمَّنْ خَلَقَ تَفْضِيلاً
অর্থঃ( “সকল প্রশংসা আল্লাহ তা আলার জন্য, তিনি যে বিপদে তোমাকে জড়িত করেছেন তা হতে আমাকে হিফাযাতে রেখেছেন এবং তাঁর অসংখ্য সৃষ্টির উপর আমাকে সম্মান দান করেছেন”)
সে তার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত উক্ত অনিষ্ট হতে হিফাযাতে থাকবে । তা যে কোন বিপদেই হোক না কেন ।
ইবনু মাজাহ হাদিস নং ৩৮৯২,
জামে' আত-তিরমিজি, হাদিস নং ৩৪৩১৷
উচ্চারণঃ আল্ হামদু লিল্লাহিল্লাযী- আ‘- ফা- নি মিম্মাব্ তালা-কা বিহি ওয়া ফাজ্জ্বলানি আ‘লা কাছি-রিম্ মিম্মান খলাকা তাফযী-লা-