এই করোনা ইউনিটে আমি প্রতিদিন হরেক রকম ঘটনার সম্মুখীন হয়। নানান রকম দৃশ্য দেখি।এটি তার অংশবিশেষ।
যদিও উইথ আউট পারমিশন কারো ছবি তোলা উচিত না,তাও এমন দৃশ্য টা দেখে লোভ সামলাতে পারিনি।
মায়ের করোনা পজিটিভ। কিন্তু তার কাছে মাকে জড়িয়ে ধরে ঘুমানো-টাই মুখ্য। তার মা আমাকে বলল ছেলে নাকি এক গ্লাস জল ঢেলে অব্দি কখনওই খাইনি কিন্তু এখানে সে মায়ের সেবার জন্য শতভাগ চেষ্টা করছে। সবকিছু সামলে নিচ্ছে......
এখানে আমি কাওকেই স্বার্থপরের মতো বাবা-মাকে,স্বামী কে ভাই-বোন কে ফেলে রেখে যেতে দেখিনি। কাওকেই দেখিনি ভাইরাস এর ভয়ে এতটুকু অযত্ন হতে।তাও অইসব রাস্তায় ফেলে যাওয়া,মেডিকেল রেখে যাওয়া,দেখাশুনো না করা এসব ঘটনা কোথায় ঘটে! শতভাগে এক ভাগ হইতো।।আমরা সেই এক ভাগ নিয়ে পড়ে না থেকে বাকি নিরানব্বই ভাগের দিকে তাকালেই তো পারি! বেঁচে থাকুক সকল ভালবাসা।
করোনা আক্রান্ত দের মানসিক এবং শারীরিক যত্ন করুন। মনোবল বাড়ান।সুস্থ থাকুন।
প্রার্থনা করবেন দিনগুলি যেন দ্রুত শেষ হয়!
আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল, চট্টগ্রাম