সাদাকালো বলতে আমরা স্বভাবতই বুঝি সাদা শব্দের অর্থ ধূসর সাদা এবং কালো বলতে বুঝি কুচকুচে কালো। সাদা জিনিস আমরা কতই না পছন্দ করি কিন্তু যখনই কাল শব্দটি আসে তখনই আমাদের মনে একটা কিরকম অনুভূতি জন্মায় যে ইস কি কালো। কিন্তু যারা এই বৈষম্য করে তারা এটা বোঝেনা যে আমরা সবাই মানুষ শুধু শুধু একটা একটা মানুষকে সাদাকালো পৃথক করে আমরা তার মনে আঘাত হানি। আমরা সবাই মানুষ হোক সে সাদা কিংবা কালো। আল্লাহ আমাদের সবাইকে সৃষ্টিজগতের সেরা জীব হিসেবে উন্নীত করেছেন। তাই একজন মানুষকে কালো বলে পৃথক করে তাকে অপমান করা আমাদের উচিত নয়। মানুষের মধ্যে সাদাকালো কোন বিষয় নাই আসল বিষয় হচ্ছে তার চরিত্র কি রকম তার আচার-ব্যবহার ও গুনাগুন কিরকম। তাই আমাদের সবার উচিত সাদাকালো বৈষম্য না করে সবাই মিলেমিশে থাকা এবং সবাই বন্ধু হিসেবে থাকা।
4
22
ব্যবহারে বংশের পরিচয়, গায়ের রং কোন মানুষের ব্যক্তিত্ব প্রকাশ করেনা। ভালো লাগলো পোস্টটি।Back me apu.