সম্মান খুবই মূল্যবান সম্পদ। যেটা চাইলে পাওয়া যায় না। সম্মান অর্জন করে নিতে হয়। একজন মানুষের সম্মান তখনই বৃদ্ধি পায় যখন সে ভালো কাজ করে, বড়দের সম্মান দেয়, ছোটদের স্নেহ করে, গরীব অসহায়দের পাশে থাকে, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, পিতা-মাতার আদেশ-নিষেধ মেনে চলে। এবং একজন মানুষের সম্মানহানি তখনই হয় যখন সে খারাপ কাজ করে, বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, সালাম দেওয়ার ভয়ে বড়দের পাশ কাটিয়ে বেরিয়ে যায়। সম্মান এমনি একটা জিনিস চাইলে তা টাকা দিয়ে কেনা যায় না মানুষের কাছ থেকে তা অর্জন করে নিতে হয়। একবার যদি কারো সম্মান চলে যায় তা ফিরিয়ে আনা অনেক কষ্টসাধ্য ব্যাপার। সম্মান কেউ নিজ ইচ্ছায় অর্জন করেন ভালো কাজের মাধ্যমে তা আটোমেটিক অর্জন হয়ে যায়। তেমনি ভাবে একটি মাধ্যম হচ্ছে অপরিচিত কোন ব্যক্তিকে সম্মান করা। আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে অপরিচিত কোন ব্যক্তিকে কেন সম্মান করবো। আমি তাকে চিনি না, তাকে কোনদিন দেখিনি, তাকে সম্মান করে আমার কি লাভ? এটি একটি ভুল ধারণা মাত্র। আমাদের সবার উচিত অপরিচিত কোন ব্যক্তির সাথে দেখা হলে তাকে সম্মান সূচক সালাম দেওয়া, তার সাথে কুশল বিনিময় করা। আল্লাহ তায়ালা আমাদের পৃথিবীতে নম্র ভাবে চলার আদেশ দিয়েছেন। নম্রভাবে চলা মানে এই নয় যে কারো সাথে কথা না বলা বা মাথা নিচু করে চলা। নম্রভাবে চলা অর্থ হচ্ছে কারো সাথে বেয়াদবি না করা, বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা, অপরিচিত কোন ব্যক্তির সাথে দেখা হলে তার সাথে কুশল বিনিময় করা তাকে সালাম দেওয়া। তাই আমরা সবাই অপরিচিত ব্যক্তির সাথে ভালো ব্যবহার করব শুধু অপরিচিত বলে কোন কথা না আমরা সকল মানুষের সাথে ভালো ব্যবহার করব।
4
15
আমাদের পরিচিত বা অপরিচিত সকলকে সম্মান করা উচিত এবং ভদ্রতা বজায় রাখা উচিত। ধন্যবাদ।