ইবনে আরবি

3 13
Avatar for Jannatul55
3 years ago

ইবনে আরবী ( জুলাই 1165 - 16 নভেম্বর 1240), পুরো নাম আব্ব-আবদ আল্লাহ মুহম্মাদ ইবনে-আলি ইবনে মুসাম্মাদ ইবনেআরব আল-হাতিম আ-আল-আন্দালুসী আল-মুরসি আল-ডিমাস্কি আবদল্লাহ , আল-কুশায়ারি ও সুলতান আল-আরিফিন ডাকনাম ছিলেন একজন আরব আন্দালুসিয়ার মুসলিম পন্ডিত, মরমী, কবি এবং দার্শনিক, যার কাজগুলি মুসলিম বিশ্বের বাইরেও প্রভাবশালী হয়ে উঠেছে। । তাঁর কাছে দায়ী 850 টি কাজের মধ্যে প্রায় 700 টি প্রামাণিক এবং 400 টিরও বেশি এখনও বিদ্যমান। তাঁর বিশ্বজগতের শিক্ষা ইসলামী বিশ্বের অনেক জায়গায় প্রভাবশালী বিশ্বদর্শন হয়ে ওঠে। তিনি আল-শায়খ আল-আকবর ("সর্বশ্রেষ্ঠ শায়খ"; এখান থেকে আকবারিয়া বা আকবরিয়ান স্কুলটির নাম পেয়েছে), মুয়াইদ্দিন ইবনে আরবী নামে একজনকে সুফিবাদের অনুশীলনকারীদের মধ্যে খ্যাতিযুক্ত বলে উল্লেখ করা হয়েছে। তিনি সমগ্র মধ্য প্রাচ্যে শায়খ-ই-আকবর মহিউদ্দিন-ইবনে-আরবী নামেও পরিচিত ছিলেন।

4
$ 0.00

Comments

Mashallah. Ibne Arobi somporke onk kichu jante parlam . Dhonnobad.

$ 0.00
3 years ago

Thank you bro.. Ebne arbir somporke jananor jonno.. Thanks

$ 0.00
3 years ago

ibne Arobi somporke onke kicchu jante parlam apnar article theke

$ 0.00
3 years ago