গোধূলি বিকেলে

4 19
Avatar for Jannatul55
4 years ago

জানি না গোধূলি টা কত জনের প্রিয়। জানিনা কেউ পছন্দ করে কি না এই গোধূলি ভরা বিকেল টা। জানিনা কেউ গোধূলি টা চোখ দুটি বুজে দু হাত হাওয়াই ছড়িয়ে দিয়ে গায়ে মাখে কি না। জানিনা কেউ ওই রঙ্গিন সূর্য টাকে হাতের মুঠোয় করে ধরে বুকের বাম পাশ টাতে জমিয়ে রাখতে চেষ্টা করে কি না। জানিনা কেউ বুক ভরে শ্বাস নিতে জানে কি না। জানি না কেউ প্রিয় মানুষ টার হাত ধরে নদীর পারে নির্বাক সময় কাটাতে পছন্দ করে কি না।
শুধু আমি বলবো আমি পছন্দ করি। পছন্দ করি গোধূলি ভরা বিকেলের রক্তাক্ত সূর্য টা। জানি বৃষ্টির পর গোধূলি ভরা বিকেল টা তে রক্তাক্ত নির্বাক সূর্য টার দিকে মুখ ফিরে হাওয়ায় দু হাত দু দিকে ছড়িয়ে দিয়ে দম ভরে নিশ্বাস নিতে। এ যেন এক স্বস্তির নিশ্বাস। এ নিশ্বাস সবার ভাগ্যে জোটে না। 

জীবনে যায় করি না কেন ঠিক ওই বিকেল টাই নদীতে পাশে বসে যেন এক স্বস্তি খুঁজে পাই মনের ভিতর। ভাবনা গুলো কে রক্তাক্ত সূর্যের মতো রঙিন করে সাজিয়ে তুলতে পারি। নিজের স্বপ্নের মাঝে রংধনুর মতো সাত রং খুঁজে পাই। ফেলে আসা স্মৃতি গুলো যেন অজানা হাতছানি দিয়ে পিছু ডাকে। মনে হয় ফিরে যায় কিশোর জীবনে। যে জীবনে ফিউচার বলে কোনো ভাবনা থাকে না। শুধু বর্তমান। যেখানে অতীত বলে কিছু থাকে না। থাকে শুধু সেই বর্তমান। কিন্তু কি আর করার............

সবই কপাল............................................

3
$ 0.00

Comments

Khub sundor likhechen. Amaro icche kore otite fire jete... Jei otite kono hotasa chilo na. Carry on.

$ 0.00
4 years ago

Thanks

$ 0.00
4 years ago

Very helpful for me

$ 0.00
4 years ago

Thanks

$ 0.00
4 years ago