ভালোবাসা এবং ঘৃণা একই জিনিস।

5 47
Avatar for Jannatul
4 years ago

ভালোবাসা এবং ঘৃণা একই জিনিস। একটি মুদ্রার এক পিঠে ভালোবাসা আরেক পিঠে লেখা ঘৃণা। প্রেমিক -প্রেমিকার মাঝে এই মুদ্রা মেঝেতে ঘুরতে থাকে। যাদের প্রেম যত গভীর তাদের মুদ্রার ঘূর্ণন তত বেশি। একসময় ঘূর্ণন থেমে যায়, মুদ্রা ধপ করে পড়ে যায়। তখন কারও কারও ক্ষেত্রে দেখা যায় _ ' ভালোবাসা ' লেখা পিঠটা বের হয়েছে, কারও কারও ক্ষেত্রে 'ঘৃণা' বের হয়েছে। কাজেই এই মুদ্রাটি যেন সব সময় ঘুরতে থাকে, সেই ব্যবস্থা করতে হবে। ঘূর্ণন কখনো থামানো যাবে না। বুঝেছ?

2
$ 0.00
Sponsors of Jannatul
empty
empty
empty

Comments