আজ ভারতে লঞ্চ হবে Samsung Galaxy M51 MONSTEREVER। দুপুর ১২ টায় এই ফোনকে লঞ্চ করা হবে। কোম্পানির অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে এই লঞ্চ ইভেন্ট সরাসরি দেখা যাবে। এছাড়াও ই-কমার্স সাইট, Amazon এই ফোনের জন্য ডেডিকেটেড পেজ তৈরী করেছে। স্যামসাং গ্যালাক্সি এম ৫১ এর প্রধান ফিচার হল ৭,০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়াও এই ফোনে দুর্দান্ত ক্যামেরা ফিচার উপলব্ধ। কিছুদিন আগেই Samsung Galaxy M51 কে জার্মানিতে লঞ্চ করা হয়েছিল।
আজ ভারতে লঞ্চ হবে Samsung Galaxy M51 MONSTEREVER। দুপুর ১২ টায় এই ফোনকে লঞ্চ করা হবে। কোম্পানির অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে এই লঞ্চ ইভেন্ট সরাসরি দেখা যাবে। এছাড়াও ই-কমার্স সাইট, Amazon এই ফোনের জন্য ডেডিকেটেড পেজ তৈরী করেছে। স্যামসাং গ্যালাক্সি এম ৫১ এর প্রধান ফিচার হল ৭,০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়াও এই ফোনে দুর্দান্ত ক্যামেরা ফিচার উপলব্ধ। কিছুদিন আগেই Samsung Galaxy M51 কে জার্মানিতে লঞ্চ করা হয়েছিল।
[bad iframe src]
Samsung Galaxy M51 ভারতে সম্ভাব্য দাম
কোম্পানির তরফে ভারতে স্যামসাং গ্যালাক্সি এম৫১ এর দাম এখনও জানা যায়নি। জার্মানিতে এই ফোনের ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম রাখা হয়েছে প্রায় ৩১,৫৪০ টাকা। সেহেতু বলা যায়, ভারতে ফোনটি ২৫,০০০ থেকে ৩০,০০০ টাকার রেঞ্জে আসতে পারে। ফোনটি সাদা ও কালো রঙে আসবে।
Samsung Galaxy M51 এর সম্ভাব্য স্পেসিফিকেশন
স্যামসাং গ্যালাক্সি এম৫১ স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক স্যামসাংয়ের নিজস্ব OneUI-এ চলবে। এই ফোনে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার এমোলেড প্যানেল দেওয়া হবে। এর রিফ্রেশ রেট হবে ৬০ হার্টজ। এতে ইনফিনিটি O ডিসপ্লে পাওয়া যাবে। সহজ ভাষায় বললে ফোনের ডিসপ্লের উপরদিকে মাঝখানে পাঞ্চ হোল কাট আউট থাকবে।
এই ফোনের পিছনে থাকবে কোয়াড রিয়ার ক্যামেরা। যেখানে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (এফ/১.৮ অ্যাপারচার) + ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা (এফ/২.২ অ্যাপারচার) + ৫ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর (এফ/২.৪ অ্যাপারচার) + ৫ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা (এফ/২.৪ অ্যাপারচার) দেওয়া হবে।
আবার স্যামসাং গ্যালাক্সি এম৫১ ফোনের সামনে থাকবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩০জি অক্টা কোর প্রসেসর সহ আসবে। এতে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ থাকবে। স্যামসাং গ্যালাক্সি এম ৫১ ফোনে থাকবে ৭,০০০ এমএএইচ এর বড় ব্যাটারি। যা মিড রেঞ্জে ফোনে কোম্পানি এই প্রথম ব্যবহার করছে। এরসাথে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। চার্জিংয়ের জন্য এতে দেওয়া হবে ইউএসবি টাইপ সি পোর্ট।
Wow that's really amazing and interesting, nice build design and big battery, nice phone for mid budget, I have interest to buy this phone