ঘুরে আসুন সবুজ-শ্যামল গ্রাম

2 24
Avatar for Jahidur123
3 years ago

সবুজ-শ্যামল আমাদের এই দেশ। চারিদিকে সবুজের সমারোহ। অপরূপ বৈচিত্র্যের আধার আমাদের গ্রামবাংলা। গ্রামবাংলার মাঠে-ঘাটে ছড়িয়ে আছে অপার সৌন্দর্য। চোখ মেলে তাকালেই হৃদয় জুড়িয়ে যায়। সময় পেলে ঘুরে আসুন সবুজ-শ্যামল গ্রামবাংলায়।কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকেও মন ভুলিয়ে দিত আজ আমরা তেমন এক সুনসান নীরব গ্রামের কথাই বলব। যেখানে প্রকৃতি তার সব সুন্দর নিয়ে বসে আছে পরিব্রাজকের মন জোগাতে।

সেই সময় কোনো এক অচিন পরিব্রাজকেরও ইচ্ছে করে ওই হলদে জমিনে লুটিয়ে পড়ে ভোরের শিশিরভেজা সরষে ফুলের রেণু মাখতে।

এখনকার রূপ ভিন্নতর। সময়টা ভাদ্রের শরৎ হলেও বর্ষা এখনো প্রকৃতিকে ছেড়ে যায়নি। চারদিকে জল থই থই করে । রাস্তাঘাট জলের নিচে। মাঝির বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে এগিয়ে চলে নৌকো চিরচেনা গ্রামের দিকে। অর্ধডুবন্ত বাড়িঘরের সম্মুখে খড়ের গাদা, তার পাশেই জল ছুঁই ছুঁই গরুর গোয়াল, পাশেই যোগাযোগের বাহন কোষা নৌকা।

নয়নজুড়ানো এমন দৃশ্য দৃষ্টির সীমানায় আসতেই মননে মগজে শৈশব ভিড় করে। বর্ষার ভরা জলে কবি বন্দে আলীর মিয়ার-  ‘আমাদের ছোট গ্রাম মায়ের সমান/ আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ/ মাঠ ভরা ধান তার জল ভরা দিঘি/ চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি!’-ছড়া কাটতে কাটতে দিনমান ডুবসাঁতারে চোখ লাল করে ফেলার পর সন্ধ্যায় মায়ের বকুনিতে রাত নামে।ঢাকার মহাখালী বাসস্ট্যান্ড থেকে প্রভাতী বনশ্রী পরিবহন বা টাঙ্গাইলের দূরপাল্লার যেকোনো বাসে কালিয়াকৈর নামতে হবে। ভাড়া নেবে ১০০ টাকার মতো।কালিয়াকৈর থেকে শ্রীফলতল, বলিয়াদি, দেওয়াইর বাজার হয়ে সাত কিলোমিটার গেলেই বাংগুরী গ্রাম। বাসস্ট্যান্ডে দুই আড়াইশ টাকায় সিএনজিও পাওয়া যাবে। আর ব্যক্তিগত পরিবহনে বাসের রুট ছাড়াও ঢাকার ধামরাই থেকে ধানতারা বাজার হয়ে বাংগুরী গ্রামে যাওয়া যাবে।১.চারিদিকে সবুজ আর সবুজ। চির সবুজের পাশ দিয়ে বয়ে গেছে জলরাশি। জলে ভেসে যাচ্ছে মাছবোঝাই নৌকা। অপরূপ এই দৃশ্য কেবল গ্রামবাংলায়ই পাওয়া যাবে।

২. সমুদ্র তীরবর্তী জনপদের মানুষের জীবন সংগ্রামের। প্রতিনিয়ত বৈরী আবহাওয়ার সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হয় তাদের। সেই সমুদ্র তীর আমাদের আনন্দ দেয় ক্ষণিক ভ্রমণে।নদীমাতৃক আমাদের এই দেশ। নদীকেন্দ্রিক গড়ে ওঠা ব্যবসা কেন্দ্রে ব্যস্ত সময় কাটে মেহনতী মানুষের। তারা সারাদিনের ক্লান্তি ভুলে যান প্রকৃতির হিমেল পরশে।নদীমাতৃক আমাদের এই দেশ। নদীকেন্দ্রিক গড়ে ওঠা ব্যবসা কেন্দ্রে ব্যস্ত সময় কাটে মেহনতী মানুষের। তারা সারাদিনের ক্লান্তি ভুলে যান প্রকৃতির হিমেল পরশে।


3
$ 0.00
Avatar for Jahidur123
3 years ago

Comments

Nice

$ 0.00
3 years ago

Bala

$ 0.00
3 years ago