হাসির জোকস

8 19
Avatar for Jahidr123
4 years ago

দাঁতের ডাক্তারের কাছে এক মেয়ে

এসে

বলল-

মেয়ে : ডাক্তার সাহেব, আপনি দাঁত

তুলতে পারেন?

ডাক্তার : হ্যাঁ, পারি।

মেয়ে : তাহলে যে আমার সঙ্গে

আমাদের

বাড়ি যেতে হবে। আমার দাদির দাঁত

তুলতে হবে।

ডাক্তার : তা যাওয়া যাবে। ফি কিন্তু

ডাবল দিতে হবে।

মেয়ে : সেটা সমস্যা না, চলেন আমার

সঙ্গে।

ডাক্তার মেয়েটার বাড়ি গেল। সেখানে

গিয়ে মেয়েটার দাদিকে বলল-

ডাক্তার : দেখি, আপনার কোন দাঁত

তুলতে হবে?

দাদি : আমার সঙ্গে একটু কষ্ট করে

পুকুরপাড়ে চলেন।

পুকুরপাড়ে গিয়ে দাদি বললেন, আজ

গোসল

করতে গিয়ে পুকুরে দাঁত পড়ে গেছে।

আপনি কষ্ট করে তুলে দেন!

2.

বল্টু ও তার

বন্ধু..গেছে পানের

দোকানে..

.

বল্টুঃ একটা পান দেন।

.

দোকানদারঃ কি দিয়ে

খাবেন ?

বল্টুঃ কেন, দাঁত দিয়ে।

.

দোকানদারঃ বলছি

কিভাবে

খাবেন ?

বল্টুঃ চিবিয়ে খাব ?

.

দোকানদারঃ আরে ভাই,

সাথে কি খান ?

বল্টুঃ সাথে আমার বন্ধু

হাবলু

খাঁন।

.

.

দোকানদারঃ আরে মিয়া

ভাই,

আপনি কি জর্দা খান ?

.

বল্টুঃ জ্বি না।

.

.

আমি " বল্টু খাঁন "!!!!

দোকানদার বেহুশ

11
$ 0.00

Comments

দাঁতের ডাক্তারের কাছে এক মেয়ে

এসে

বলল-

মেয়ে : ডাক্তার সাহেব, আপনি দাঁত

তুলতে পারেন?

ডাক্তার : হ্যাঁ, পারি।

মেয়ে : তাহলে যে আমার সঙ্গে

আমাদের

বাড়ি যেতে হবে। আমার দাদির দাঁত

তুলতে হবে।

ডাক্তার : তা যাওয়া যাবে। ফি কিন্তু

ডাবল দিতে হবে।

মেয়ে : সেটা সমস্যা না, চলেন আমার

সঙ্গে।

ডাক্তার মেয়েটার বাড়ি গেল। সেখানে

গিয়ে মেয়েটার দাদিকে বলল-

ডাক্তার : দেখি, আপনার কোন দাঁত

তুলতে হবে?

দাদি : আমার সঙ্গে একটু কষ্ট করে

পুকুরপাড়ে চলেন।

পুকুরপাড়ে গিয়ে দাদি বললেন, আজ

গোসল

করতে গিয়ে পুকুরে দাঁত পড়ে গেছে।

আপনি কষ্ট করে তুলে দেন!

$ 0.00
4 years ago

বল্টুঃ চিবিয়ে খাব ?

.

দোকানদারঃ আরে ভাই,

সাথে কি খান ?

বল্টুঃ সাথে আমার বন্ধু

হাবলু

খাঁন।

.

.

দোকানদারঃ আরে মিয়া

ভাই,

আপনি কি জর্দা খান ?

.

$ 0.00
4 years ago

A joke is a short humorous piece of oral literature in which the funniness culminates in the final sentence, called the punchline… In fact, the main condition is that the tension should reach its highest level at the very end. No continuation relieving the tension should be added. As for its being "oral," it is true that jokes may appear printed, but when further transferred, there is no obligation to reproduce the text verbatim, as in the case of poetry.

Wow this nice information Thanks dear.........

$ 0.00
4 years ago

How funny

$ 0.00
4 years ago

This jokes is very funny need jokes this type thank you for upload

$ 0.00
4 years ago

Wow what a nice jokes!!!. Continue

$ 0.00
4 years ago

Khub sundar joks

$ 0.00
4 years ago