কলিং বেলের শব্দে মিসেস মৈত্র দৌঁড়ে গিয়ে দরজা খুললেন। তার মেয়ে সৌমিলি অফিস থেকে ফিরল। বাড়ী থেকে স্টেশন অবধি সে সাইকেল নিয়ে যায়।
"সাইকেল টা বারান্দায় রেখে আগে হাত, পা স্যানিটাইজ কর। তারপর স্নান করতে যা।"
"আচ্ছা মা।"
"তাড়াতাড়ি স্নান সেরে আয়। আজ তোর প্রিয় চিকেন কষা রেঁধেছি। লুচি ভেজে দেব,খেয়ে নিবি।"
চিকেনের কথায় সৌমিলির চোখ জ্বল জ্বল করে উঠল আর মুখে জল চলে এল। সে তাড়াতাড়ি বাথরুমে ঢুকে শাওয়ারের নীচে দাঁড়াল।
কিছুক্ষণ পর বেল টা আবার বেজে উঠল। মিসেস মৈত্র দরজা খুলতে দেখলেন, দুজন ভদ্রলোক অসহায় ভাবে দাঁড়িয়ে। তাদের এক জন বললেন -
"আমরা সৌমিলি র অফিস কলিগ। আজ রেল লাইন পার হতে গিয়ে ইন্জিনের ধাক্কায় ওর মৃত্যু হয়েছে। আপনাদের কাউকে যেতে হবে আমাদের সাথে।"
এই কথায় হতভম্ব মিসেস মৈত্রের হঠাৎ নজরে আসে সৌমিলির সাইকেল টা তো বারান্দায় নেই। উনি তাড়াতাড়ি ভিতরে গিয়ে বাথরুমে র দরজায় টোকা মারতে ই দরজা খুলে যায়। দেখেন ভিতরে শাওয়ার খোলা, নীচে দুই পিস্ চিকেন আর কিছু হাড় পড়ে আছে। মিসেস মৈত্রের সারা শরীর কেঁপে ওঠে।
I also like horror story