❤Happy Birthday Captain "Mash"❤
Bangladesh cricket has got a new lease of life with the touch of a stone named Mashrafee . Match after match, series after series, he has been winning the country of red-green. Today is that man's birthday. Happy Birthday Mashrafee bin Mortaza .
Today, Mashrafe turned 36 years old. The star cricketer was born on 5 October 1983 on the banks of the Chitra River in Narail. Coincidentally, his son Sahel was also born on this day. Mashrafe-Sumi's first son was born in Dhaka in 2014.
However, Mashrafe bin Mortaza is reluctant to celebrate birthdays. The reason has also been revealed. Nanabari was at the time of his first birthday. At that time, his mother celebrated the day with pomp and circumstance. After the ceremony, Nana called her mother and said, 'Suppose your son lives to be 60 years old, is he getting younger or younger? Mother bowed her head and said 'less'. Nana then said, 'Then you can feed the poor and needy without performing festivals like this, you can offer naafil prayers.'
Since then, Mashrafe's birthday has never been celebrated by the family. Growing up, Mashrafe did not go against his mother's thoughts. However, even though Mashrafe avoided the formality of his birthday, others do not remain silent. On this day, Mashrafe's day is cut short by birthday wishes. Fans and teammates also greeted him through social media.
Happy Birthday Mash ... ❤
মাশরাফি নামের পরশ পাথরের ছোঁয়ায় নতুন করে প্রাণ ফিরে পেয়েছে বাংলাদেশের ক্রিকেট। ম্যাচের পর ম্যাচ, সিরিজের পর সিরিজ লাল-সবুজের দেশকে জিতিয়ে চলেছেন তিনি। আজ সেই মানুষটির জন্মদিন। শুভ জন্মদিন মাশরাফি বিন মুর্তজা।
আজ ৩৭ বছরে পা দিলেন মাশরাফি। ১৯৮৩ সালের ৫ অক্টোবর নড়াইলের চিত্রা নদীর পাড়ে জন্মেছিলেন এই তারকা ক্রিকেটার। কাকতালীয়ভাবে ছেলে সাহেলেরও জন্ম আজকের দিনেই। ২০১৪ সালে ঢাকায় জন্ম হয় মাশরাফি-সুমির প্রথম পুত্রের।
তবে মাশরাফি বিন মুর্তজা জন্মদিনের মতো উপলক্ষ্য উদযাপনে অনাগ্রহী। কারণটাও অবশ্য খোলাসা করেছেন। প্রথম জন্মদিনের সময় ছিলেন নানাবাড়িতে। ওই সময় ধুমধাম করে দিনটি উদযাপন করেছিলেন তার মা, অনুষ্ঠান শেষ হওয়ার পর নানা মাকে ডেকে বললেন, ‘ধরো তোমার ছেলে যদি ৭০ বছর বাঁচে, তাহলে ওর বয়স কমছে না বাড়ছে? মা মাথা নিচু করে বললেন 'কমছে'। নানা তখন বললেন, ‘তাহলে এভাবে উৎসব না করে গরিব-দুঃখীদের খাওয়াতে পার, নফল নামাজ পড়তে পার।’
এরপর পরিবার থেকে আর কখনও মাশরাফির জন্মদিন পালন করা হয়নি। বড় হয়ে মাশরাফিও আর মায়ের ভাবনার বিপরীতে যাননি। তবে মাশরাফি তার জন্মদিনের আনুষ্ঠানিকতা এড়িয়ে গেলেও অন্যরা তো চুপ করে থাকেন না। এই দিনে তাই জন্মদিনের রাশি রাশি শুভেচ্ছায় কেটে যায় মাশরাফির দিন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে শুভেচ্ছায় সিক্ত করেন ভক্ত ও সতীর্থরা।
আজ ৩৭ বছরে পা দিলেন মাশরাফি। ১৯৮৩ সালের ৫ অক্টোবর নড়াইলের চিত্রা নদীর পাড়ে জন্মেছিলেন এই তারকা ক্রিকেটার। কাকতালীয়ভাবে ছেলে সাহেলেরও জন্ম আজকের দিনেই। ২০১৪ সালে ঢাকায় জন্ম হয় মাশরাফি-সুমির প্রথম পুত্রের।
তবে মাশরাফি বিন মুর্তজা জন্মদিনের মতো উপলক্ষ্য উদযাপনে অনাগ্রহী। কারণটাও অবশ্য খোলাসা করেছেন। প্রথম জন্মদিনের সময় ছিলেন নানাবাড়িতে। ওই সময় ধুমধাম করে দিনটি উদযাপন করেছিলেন তার মা, অনুষ্ঠান শেষ হওয়ার পর নানা মাকে ডেকে বললেন, ‘ধরো তোমার ছেলে যদি ৭০ বছর বাঁচে, তাহলে ওর বয়স কমছে না বাড়ছে? মা মাথা নিচু করে বললেন 'কমছে'। নানা তখন বললেন, ‘তাহলে এভাবে উৎসব না করে গরিব-দুঃখীদের খাওয়াতে পার, নফল নামাজ পড়তে পার।’
এরপর পরিবার থেকে আর কখনও মাশরাফির জন্মদিন পালন করা হয়নি। বড় হয়ে মাশরাফিও আর মায়ের ভাবনার বিপরীতে যাননি। তবে মাশরাফি তার জন্মদিনের আনুষ্ঠানিকতা এড়িয়ে গেলেও অন্যরা তো চুপ করে থাকেন না। এই দিনে তাই জন্মদিনের রাশি রাশি শুভেচ্ছায় কেটে যায় মাশরাফির দিন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে শুভেচ্ছায় সিক্ত করেন ভক্ত ও সতীর্থরা।
শুভ জন্মদিন ম্যাশ... ❤
Thank you❤.
Happy birthday day👏