DeepFake টেকনোলজি.👀

4 16
Avatar for IrfanSagor
4 years ago

একটি শিক্ষণীয় & জানার বিষয়,,আশা করি সবাই পড়বেন..।

একটা ভাইরাল হয়ে যাওয়া ভিডিও ফুটেজে আপনি নিজেকে দেখতে পেলেন কিন্তু মজার ব্যাপার হল আপনি ওখানে ছিলেনই না! কেমন হবে ব্যাপারটা? এই আপদ আগামীদিন গুলোতে শিজ্ঞির চলে আসছে DeepFake টেকনোলজির কারনে। DeepFake টেকনোলজির কথা আপনি হয়ত ইতিমধ্যে জেনেছেন,আর না জেনে থাকলে এখনই জেনে নেয়ার সময়।

Machine Learning আর Artificial intelligence এর সমন্বয়ে তৈরী DeepFake( Deep learning+ Fake) টেকনোলজি ছবি এডিট করার মত একজনের শরীরে বা মাথায় আর একজনের মুখ, এক্সপ্রেশন, এমনকি কণ্ঠস্বর কপি করে নিখুত ভিডিও তৈরী করতে সক্ষম।এর বিপদটা ভয়াবহ। এডভান্স লেভেলের DeepFake ভিডিওতে চেহারার পাশাপাশি কণ্ঠস্বর নকল করার মত বিষয় সম্ভব। এটা সকলের জন্য সহজলভ্য না হলেও প্রাথমিক পর্যায়ের Deepfake প্রোগ্রাম আপনার ধারনার চাইতে দ্রুত সহজ লভ্য হয়ে উঠছে, যেখানে একজনের মুখে আর একজনের মুখ আর এক্সপ্রেশন বসিয়ে দেয়া যায় সহজেই। জনপ্রিয় ভিডিও এডিটিং সফটওয়্যার গুলোর জন্য নানা নামে ডিপফেক প্লাগিন্স ক্রমাগত সহজলভ্য হয়ে উঠছে। তাই আগে ভিডিওকে বিশ্বাস করলেও বর্তমানে ভিডিওকে বিশ্বাস করার আগে কয়েকবার ভাবতে হবে।

এবার চিন্তা করেন অনলাইনে ছবি পোস্ট করলেন,কিছুদিন পর দেখলেন আপনার হুবুহু কেউ একটা ভিডিও তে।

বিষটা কতটা ভয়ংকর..!

Sponsors of IrfanSagor
empty
empty
empty

ধন্যবাদ,সবাইকে।পাশে থাকার জন্য ❤

10
$ 0.00
Sponsors of IrfanSagor
empty
empty
empty
Avatar for IrfanSagor
4 years ago

Comments

so good

$ 0.00
4 years ago

বিষয়টা জানা ছিলো কিন্তু আপনি আরও বেশি বিস্তারিত জানালেন তার জন্য ধন্যবাদ☺❤

$ 0.00
4 years ago

আশাকরি এভাবে সবসময় সাপোর্ট করবেন।।আমিও চেষ্টা করবো।।ধন্যবাদ

$ 0.00
4 years ago

ভাই পাশে থাকেলে পাশে পাবেন সব সয়ময়

$ 0.00
4 years ago