0
3
এ ব্যাপারে আলোচনার আগে মানুষের কিছু দুর্বলতা সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। কারন, সঠিক ভাবে রোগ নির্ণয়ের ওপর উপযুক্ত চিকিৎসা নির্ভর করে।
স্বভাবতই প্রত্যেক ব্যক্তি তার নিজের সম্পর্কে ভালো ধারনা পোষন করে। কোনো চোর ডাকাত অথবা খুনি প্রত্যেকেই নিজের সম্পর্কেএমন ধারণা করে, নিরাপরাধী। জেলখানার কয়াদির সঙ্গে কিছুক্ষন আলোচনা করলে আপনি বলতে বাধ্য হবেন, হয় সে আগে থেকেই ঠিক করে রেখেছেন নিজেকে নিরপরাধ বলে প্রকাশ করবে। আর না ঞয় বুঝবেন তার উপর অত্যাচর চালানো হচ্ছে। সরকার না বুঝে না শুনে তার মতো নিরপরাধ ব্যক্তিকে কারাগারে বন্দি করেছে