যৌন রোগ vs যৌন সমস্যা

0 16
Avatar for Imran25
3 years ago

আজকাল যৌন ব্যাপারটা হয়ে গিয়েছে মানুষের কাছে একেবারে ডাল-ভাতের মতো।ট্রেন,বাস,লঞ্চ,এমন কি স্কুলের দেয়ালগুলোতেও নানা রকমের মুখরোচক বিজ্ঞাপন দিয়ে ছড়ানো থাকে।সেসব পোষ্টার বা বিজ্ঞাপন গুলোতে যৌন বিষয়গুলোকে এমন ভাবে তুলে ধরা থাকে যে,সেটা দেখে যে কেউই নিজের যৌন স্বাস্থ্য সম্পর্কে অন্তত ১ বার ভাববে।তবে দুঃখজনক হলেও সত্য যে,সেখানে অনেক অসাদু ব্যাবসায়িরা নিজেদের ইনকামের জন্য মানুষদেরকে হয়রানির মধ্যে ফেলে।সাধারণ মানুষেরা অযথা চিন্তার মধ্যে পরে।তারা ভাবে হয়তো আমারও এ রোগটা হয়েছে,আমারও চিকিৎসা করাতে হবে।

কিন্তু আসলে আমাদের বুঝতে হবে যে যৌন রোগ বা যৌন সমস্যা এক জিনিস নয়।প্রায় ৯০% মানুষের যৌন সমস্যা হয় আর প্রায় ১০% মানুষ যৌন রোগে ভোগে।যৌন সমস্যাটা হলো অস্থায়ি এটি হঠাৎই হতে পারে বা কোন একটা কারনে হয়ে থাকে, সময়ের প্রেক্ষিতে সামান্য যত্নেই এটি সুস্থ হয়ে যায়।

আর যৌন রোগ হলো নির্দৃষ্ট কিছু কারনে হয়,এবং এটি সারানোর জন্য চিকিৎসার প্রয়োজন পরে।কখনো কখনো।এটি স্থায়িও হয়ে যায়।

যৌন সমস্যার মধ্যে ঘন ঘন স্বপ্নদোষ,দ্রুত বীর্যপাত,বীর্য পাতলা,প্রসাবে বীর্য পাত,ধাতু দূর্বল,পেনিস দূর্বল,বাঁকা,ছোট ইত্যাদি এমন ধরনের সমস্যা সমূহ হলো যৌন সমস্যা।এগুলোর জন্য ঘাবরানের কিছু নেই।

যৌন রোগ হলো-এইডস,গনোরিয়া, সিফিলিস,হাইড্রোসিল,ভেরিকোসিল,পেনিস ভেরিকস ইত্যাদি।এগুলো।মূলত যৌন রোগ।এগুলোর ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং সময় মতো চিকিৎসা করাতে হবে।

সুতরাং বুঝাগেল আমরা সাধারণত যেসব সমস্যার সম্মুখিন হই সেগুলো মূলত যৌন সমস্যা,এগুলোর থেকে নিরসনের কাজগুলো করলেই এ থেকে সুস্থ হওয়া যাবে।

কাজেই মুখোরচক বিজ্ঞাপন দেখে, রাস্তার ধারের কবিরাজের থেকে আবোল-তাবোল ঔষুধ সেবন করা থেকে বিরত থাকুন।ওসব ওষুধ নিয়ে নিজের যৌনতাকে চিরতরে হারাবেন না।তাই কোন সমস্যা মনে হলে অভিজ্ঞদের পরামর্শ নিন,জানুন,বুঝুজ তারপর সিদ্ধান্ন নিন।

পর্যায় ক্রমে যৌন সমস্যা ও রোগ সমূহের কারণ,লক্ষণ ও প্রতিকার সমন্ধে আলোচনা করা হবে।

1
$ 0.00

Comments