পুরুষ প্রজননতন্ত্রের হমোনাল ক্রিয়া

0 26
Avatar for Imran25
3 years ago

পুরুষের প্রজননের সময় হরমোনের ক্রিয়ার বিভিন্ন ধাপ গুলো হলো:-

১.শুক্রাশয় ইন্টারস্টিশিয়াল কোষ থেকে ক্ষরিত Testosteron হরমোন মূখ্য ও আনুষাঙ্গিক জননাঙ্গের বৃদ্ধি ও বিকাশ ঘটায় এবং সেকেন্ডারি যৌন বৈশিষ্ট্যের বিকাশ নিয়ন্ত্রণ করে।

২.অগ্র পিটুইটারি গ্রন্থির সম্মুখ lobe থেকে ক্ষরিত স্টিমুলেটিং হরমোন (Follicle Stimulating Hormone=FSH) লিউটিনাইজিং হরমোন (Luteinising Hormon=LH) এর প্রভাবে টেস্টোস্টেরন এর ক্ষরণ ঘটায়।

৩.পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত লুটিওট্রফিক হরমোন (Luteotrophi Hormon=LTH) গৌণ যৌন অঙ্গের বিকাশ ঘটায়।

৪.অ্যাড্রেনাল গ্রন্থি থেকে ক্ষরিত গোনাডোকর্টিকয়েড (Gonadocorticoids) হরমোন ভ্রুণের যৌন বিভেদ নিয়ন্ত্রণ করে এবং যৌন গ্রন্থি, যৌনাঙ্গ ও সেকেন্ডারি যৌন বৈশিষ্ট্যের বিকাশ ঘটায়।

৫.শুক্রাশয় থেকে ক্ষরিত Androsteron পুরুষের সেকেন্ডারি যৌন বৈশিষ্ট্যের বিকাশ এবং স্পার্মাটোজেনেসিস বা শুক্রাণু জননে শুক্রাশয়কে উদ্বুূদ্ধ করে।

৬.শুক্রাশয়ে সারটলি কোষ থেকে ক্ষরিত Inhibin ও অল্প পরিমাণ ইস্টোজেন (Estrogen) হরমোন শুক্রাণু তৈরীতে সাহায্য করে।

-2
$ 0.00

Comments