Philosopher2

0 12

আরাে লক্ষণীয় যে, সত্যসারণীতে উপাদান বচনে প্রদত্ত মানের ভিত্তিতে অপ্রধান সংযােগ

মান নিবেশিত হয় এবং উপাদান বচন ও অপ্রধান সংযােগীর মানের সমন্বয়ে চূড়ান্ত সতচ্ে

মান নিবেশিত হয়। এখানে উল্লেখ্য যে, মাধ্যমিক স্তম্ভের কোনাে অপেক্ষক দ্বারা য

মহ্যামিক জুল্তর পরবর্তী কোনাে অপেক্ষকের মান নিবেশিত হয় অথবা চূড়ান্ত স্তঙ্ভের অবস্থি

প্রধান সংযােগী বা মূল অপেক্ষকের মান নির্ধারিত হয় তখন ঐ অপেক্ষকই হবে নি

প্রতীকী যুক্তিবিদ্যা

T. F

উপান

উপা

সারণীতে আনুভূমিক রেখা দ্বারা গঠিত সারির সংখ্যা নির্ধারিত হয় বচন বা বচনাকারে

উপাদান বচনের সংখ্যা দ্বারা। অর্থাৎ যে বচন বা বচননাকারটির মান নির্ণয় করতে হযে

তাতে যে কয়টি উপাদান বচন থাকবে তার সংখ্যার ওপর নির্ভর করে সারির সংখ্যা কয়

হাবে তা নি্নীত হয়। বসক্তুত সারিসংখ্যা নির্ধারণের ক্ষত্রে প্রতীকী যুক্তিবিদ্যায় একটি

বাযবহার করা হয়। সূত্রটিকে বলা হয় ২-এর সূত্র। এখানে ২ দ্বারা মান সংখ্যা নির্ধারণ

হয়েছে। কারণ আমরা জানি প্রতিটি বচনেরই কেবল দুট সত্যিকমান (Truth value)

থাকে- একটি সত্যমান অপরটি মিথ্যামান। অর্থাৎ বচনমাত্রই হয় সত্য হবে না হয় মিত

হবে

1
$ 0.00

Comments