Field Hospital

0 13
Avatar for Imran16
4 years ago

লাখ টাকা বেতনে নিয়োগ পাচ্ছেন ২০ জন চিকিৎসক

করোনা চিকিৎসায় চট্টগ্রামে চালু হচ্ছে

#১০০_শয্যার_সিএমপি #বিদ্যানন্দ_ফিল্ড_হাসপাতাল

করোনার চিকিৎসায় বন্দরনগরী চট্টগ্রামে চালু হচ্ছে ১০০ শয্যা বিশিষ্ট সিএমপি বিদ্যানন্দ ফিল্ড হাসপাতাল। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সার্বিক সহযোগিতায় ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের অর্থায়নে #নগরীর_পতেংগায় অবস্থিত #বি_কে_কনভেনশন সেন্টারে অস্থায়ী ভিত্তিতে এই ফিল্ড হাসপাতালটি চালু হবে। বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আবু বকর সিদ্দিক।

১০০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে থাকবে ২০টি হাই ফ্লো অক্সিজেন সুবিধা সংবলিত বেড। ১২ জন চিকিৎসক, ১৮ জন নার্স ও ৫০ জন স্বেচ্ছাসেবক থাকবেন সার্বক্ষনিক চিকিৎসা ও সেবার দায়িত্বে। একটি সেন্ট্রাল অক্সিজেন সিস্টেমের মাধ্যমে প্রতিটি বেডে থাকবে অক্সিজেন সংযোগ। এছাড়াও রোগীদের যাতায়ত সুবিধায় থাকবে সার্বক্ষনিক এ্যাম্বুলেন্স সার্ভিস।

সিএমপি জানায়, করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধির ফলে সরকারী হাসপাতালগুলোতে স্থান সংকুলান হচ্ছে না। সাধারণ মানুষের চিকিৎসা ও জীবনের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে সিএমপি ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে স্থাপন করা হচ্ছে এই বিশেষায়িত ফিল্ড হাসপাতাল। করোনা মোকাবেলায় লব্ধ অভিজ্ঞতা দিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এই হাসপাতালের সার্বিক নিরাপত্তা, জনবল নিয়োগ ও ব্যবস্থাপনায় অগ্রনী ভূমিকা পালন করবে।

নগরীর জনসাধারণ এই হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে করোনা টেস্ট করতে পারবেন। এছাড়া আক্রান্ত হলে চিকিৎসা সেবাও পাবেন বিনামূল্যে । সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে প্রতিষ্ঠিত এই হাসপাতালের চিকিৎসা সেবা করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে সিএমপি কমিশনার আশাবাদ ব্যক্ত করেছেন। করোনা ভাইরাস প্রতিরোধে বন্দরনগরীর জনসাধারণের জীবন রক্ষায় সিএমপি ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের এই উদ্যোগ একটি অনুকরণীয় দৃষ্টান্ত💖💖

2
$ 0.00

Comments