নিকোলাস টেসলার অসম্পূর্ণ আবিষ্কার

0 22
Avatar for Imran07
4 years ago

নিকোলাস টেসলার অনেক আবিষ্কারই অসম্পূর্ণ থেকে যায় অর্থের অভাবের কারণে।এটি সেই টাওয়ার যার মাধ্যমে পুরো পৃথিবীতে তারবিহীন বিদুৎ পৌঁছে দিতে চেষ্টা করেছিলেন নিকোলাস টেসলা। সুন্দর এই পৃথিবীর জন্য চমৎকার আবিষ্কারটি সম্পন্ন করতে পারেন নি অর্থের অভাবের কারণে।

টেসলা তার অসমাপ্ত ওয়্যারডেনক্লাইফ টাওয়ার প্রকল্পে, আন্তঃমহাদেশীয় ওয়্যারলেস যোগাযোগ এবং পাওয়ার ট্রান্সমিটারে তার চিন্তাগুলোকে বাস্তবে রুপান্তর করতে চেয়েছিলেন ঠিক, তবে তার কাজ শেষ হবার আগেই প্রকল্পের তহবিল শেষ হয়ে যায়। তাঁর অসম্পূর্ণ আবিষ্কার গুলোর মধ্যে এই আবিষ্কারটির (ওয়্যারডেনক্লাইফ টাওয়ার) জন্য পৃথিবীর মানুষ সবচেয়ে বেশি আফসোস করেছে।

এই টাওয়ার টি টেসলা টাওয়ার নামেও পরিচিত।

1
$ 0.04
$ 0.04 from @TheRandomRewarder
Avatar for Imran07
4 years ago

Comments