সকল মুসলিমদেরকে জানাচ্ছি,আসসালামু আলাইকুম এবং অন্যান্যদের কে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা।
আমরা অনেকেই রয়েছি যারা ধর্ম নিয়ে অনেক ঝগড়া-ফাসাদ কিংবা মারামারি পর্যন্ত করে থাকি।কিন্তু কোন ধর্মই এটা শিক্ষা দেয় নাহ।সকলের ধর্মই সকলের কাছে প্রিয় তাই আমরা ধর্ম নিয়ে মতবাদ সৃষ্টি করি এবং নিজেদের মাঝে ঝামেলা বাধাই।কিন্তু আমরা এটা ভুলে যাই যে এই পৃথিবীতে একমাত্র মানুষেরই জ্ঞান রয়েছে এবং আরো নতুন নতুন জ্ঞান অর্জন করার ক্ষমতা রয়েছে,কিন্তু আমরা জ্ঞানী মানুষ হয়েও নিজেরা নিজেরাই ঝগড়া,মারামারির মধ্যে জড়িয়ে যাই।
আচ্ছা এখন একজন মুসলিম ব্যক্তির সামনে যদি একটা হিন্দু ব্যক্তিকে মারা হয় তাহলে কি সেই মুসলিম ব্যক্তিটি সেই হিন্দু ব্যক্তি কে বাচাবে নাহ..??
প্রকৃত পক্ষে,সবার উপরে মানুষ সত্য নয়,কেননা সবাই মানুষ কিন্তু সবাই সঠিক মনুষ্যত্বের অধিকারী হতে পারে না।তাই বলতে হয় যে,সবার উপরে মনুষ্যত্ব সম্পন্ন মানুষই সত্য।
একজন মনুষ্যত্ব সম্পন্ন মানুষ কখনোই ধর্মের বড়াই কিংবা অন্য ধর্মকে ছোট করার মতো কাজে লিপ্ত থাকবে নাহ,সে থাকবে সর্বদা তার নিজের ধর্মীয় নিয়ম-নীতি পালনে ব্যস্ত এবং সর্বদা অপরের কল্যাণে কাজ করার জন্য প্রস্তুত।
একজন মনুষ্যত্ব সম্পন্ন মানুষ হবে দেশের একজন সুনাগরিক।সে থাকবে সবসময় দেশের কল্যাণের কাজে ব্যস্ত। দেশকে ও দেশের সম্পদকে রক্ষার কাজে ব্যস্ত।সে থাকবে তার নিজের দেশের সকল নিয়ম-নীতির উপর শ্রদ্ধাশীল।
আমি আর কি বলবো তা আমি বুঝতে পারছি নাহ।বর্তমানে মানুষের মনুষ্যত্ব অনেকংশেই লোপ পেয়ে যাচ্ছে।মানুষ,মানুষ হয়েও বর্তমানে আচরণ করছে অমানুষের মতো।
যদি কিছু ভুল বলে থাকি তাহলে নিজ গুণে ক্ষমা করবেন।ভালো লাগলে লাইক,কমেন্ট করতে পারেন এবং আমার প্রফাইলটি সাবস্ক্রাইব করতে পারেন।
ধন্যবাদ সবাইকে💗💗
Khub sundor lichen vai Evabe aro amdr maje share korun.. Next aro valo hbe Tnx