আসসালামু আলাইকুম..❤❤
আশা করছি সকলেই ভালো আছেন এবং আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।
সকলের মতোই আমিও চাই কেটে যাক মহামারী,ভালো থাক সকল প্রিয় মানুষগুলো..❤❤
আচ্ছা তাহলে মূল কথায় আশা যাক।আমরা আনাদের দৈনন্দিন জীবনে অনেক কাজই তো করে থাকি কিন্তু যদি আমরা এই কাজ গুলোকে ভালো ভাবে ভেবে দেখি তাহলে দেখা যায় যে এই কাজগুলোতেও শিক্ষনীয় ও মজাদার অনেক ফ্যাক্ট রয়েছে।আমরা আজকে তেমনি কিছু মজাদার ফ্যাক্ট জানতে চলেছি।আশা করছি ফ্যাক্ট গুলো আপনাদের ভালো লাগবে।
তাহলে চলুন শুরু করা যাক👇👇👇
১-আপেল পছন্দ করে না এমন মানুষ হয়তোবা কমই আছে কিন্তু আপনি কি জানেন আপেলের ৮৪ শতাংশই পানি।
২-আপনি কি জানেন যে চিংড়ি মাছ শুধু পিছনের দিকে সাতার কাটতে পারে।
৩-এখন পর্যন্ত ১২ জন মানুষ চাদেঁ পদার্পণ করেছে।১ম ব্যক্তি হিসেবে নিল আর্মস্ট্রং এবং শেষ ব্যক্তি হিসেবে হ্যারিসন স্মিথ চাদেঁ পদার্পণ করেছিল।
৪-উড়ার জন্য একটি প্রজাপতির দেহের তাপমাত্রা কমপক্ষে ৮৬° ফারেনহাইট বা ৩০° সেলসিয়াস থাকতে হয়।অন্যথায় প্রজাপতি গুলো উড়তে পারে না।
৫-অনকেরই মনে প্রশ্ন জাগে যে নখ কাটলে আমরা ব্যাথা পাই না কেন?এর উত্তর হলো, নখ এক প্রকার মৃত কোষ।যার ফলে নখ কাটলে ব্যাথা অনুভূত হয় না।
৬-আপনি জানলে হয়তো অবাক হবে যে,একটি অক্টোপাসের ৬ টা হৃৎপিন্ড থাকে এবং এর এই ৬ টা হৃৎপিন্ড নিয়ে জীবন-যাপন করে থাকে।
৭-একটি অনুষ্ঠানে চারলি চ্যাপলিন কে দাওয়াত দেওয়া হয় এবং সবাইকে বলা হয় চারলি চ্যাপলিনের মতো সেজে আসতে বলা হয়।যাকে চ্যারলি চ্যাপলিনের মতো লাগবে তাকে পুরষ্কার দেওয়া হবে কিন্তু মজার বিষয় হলো এই যে,এই অনুষ্ঠানে চ্যারলি চ্যাপলিন অংশগ্রহণ করেছিলেন এবং তিনি তৃতীয় স্থান দখল করেছিলেন।
আশা করছি সকলের কাছে আমার আর্টিকেলটি ভালো লেগেছে।
★আমি আপনার মুল্যবান মন্তব্যের অপেক্ষায় থাকলাম কেননা আপনাদের মন্তব্যগুলোই আগামী পার্ট লিখতে আমাকে অনুপ্রাণিত করবে।
Thanks for Sharing