গাছের প্রয়োজনীয়তা

9 582
Avatar for Imran
Written by
3 years ago

আসসালামুআলাইকুম।

কেমন আছেন সবাই..??

আশা করছি সকলেই ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি।

★আমাদের চারপাশে যা কিছু রয়েছে তা নিয়েই আমাদের পরিবেশ অর্থাৎ এদেরকেই আমরা পরিবেশ বলে থাকি।ওই পরিবেশের এক অঅন্যতম প্রয়োজনীয় উপাদানের নাম হলো গাছ।গাছ আমাদের অনেক উপকার করে থাকে কিন্তু আমরা কি গাছ কে তার সঠিক পর্যবেক্ষণ করতে সক্ষম হচ্ছি..?? সেই দিকে আমাদের বিশেষ খেয়াল রাখা উচিৎ।

★বিজ্ঞানের মতে গাছের জীবন রয়েছে কিন্তু তা কতটুকু সত্যি তা আমি জানি না।গাছের প্রাণ থাকুক বা না থাকুক,ইহা সত্য যে গাছ আমাদেত পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।আমরা বাচবার জন্য অক্সিজেন এক অপরিহার্য জিনিসের নাম।আমরা গাছ হতে পাওয়া অক্সিজেন গ্রহণ করি এবং কার্বনডাইঅক্সাইড ত্যাগ করি।সেই কার্বনডাইঅক্সাইড গাছ গ্রহণ করার মাধ্যমে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় সাহায্য করে।গাছ যদি কার্বনডাইঅক্সাইড গ্রহণ না করতো তবে আমাদের বায়ুমন্ডল বিষাক্ত গ্যাসে ভরপুর হয়ে যেতো।শুধু ইহাই নয়,গাছ আমাদের আরো অনেক সাহায্য করে থাকে যেমনঃ ফলমূল,সবজি,ধান এবং ধান থেকে চাউল ইত্যাদি।এছাড়াও গাছ আমাদের ছায়া দিয়ে থাকে,তাই গাছের ভূমিকা আমাদের জীবনে অপরিসীম।গাছ শুধু মানব জাতিকে নয়,গাছ বিভিন্ন পশু-পাখিদেরও সাহায্য করে থাকে তাদের জীবন ধারনের ক্ষেত্রে।গাছের ফল খেয়ে অনেক পশু-পাখি বেচে থাকে।তাদের সুন্দর জীবন অতিবাহিত করে।গাছের ফলমূল খেয়ে অনেক পোকামাকড় জীবন ধারন করে থাকে।এছাড়া হয়তোবা এরা খাবার সংকটে মারা যাবে।

★সর্বপরি,আমি বলতে চাই যে আমাদের উচিৎ অনেক বেশি বেশি গাছান লাগানো।পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে ইহা আমাদের এক অত্যাবশ্যক কাজ।গাছের জন্যে আমরা সকলেই উপকৃত হচ্ছি তাই আমাদের উচিৎ গাছের সঠিকভাবে যত্ন নেওয়া।আমাদের কখনোই এলোমেলো ভাবে গাছ কেটে ফেলা উচিৎ নয়।আমাদের ইহা মনে রাখতে হবে যে একটি ছোট গাছও আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় সাহায্য করে থাকে।তাই গাছের প্রতি যত্নবান হওয়া সকলেরই একান্ত জরুরি।আমি মনে করি আমাদের উচিৎ,শুধু বৃক্ষরুপন সপ্তাহে নয় প্রতিনিওয়তই গাছ লাগানোর অভ্যাস গড়ে তোলা। এতে আমাদের পরিবেশের ভারসাম্য ঠিক থাকবে এবং আমাদের জীবন-যাপন হয়ে উঠবে আরো অনেক সুন্দর।গাছের প্রয়োজন সম্পর্কে লিখতে গেলে আরো অনেক কিছু লিখা যায় তবে আমি চাই এখানেই আমার আর্টিকেল লেখা শেষ করতে।

আপনাদের একটি মুল্যবান মতামত আমাকে আরো নতুন নতুন বিষয়ে লিখতে আগ্রহী করে তুলে।তাই আপনার মুল্যবান মন্তব্যের অপেক্ষায় থাকলাম।

★ধন্যবাদ সবাইকে আর্টিকেল টি পড়ার জন্য❤❤

7
$ 0.00
Sponsors of Imran
empty
empty
empty
Avatar for Imran
Written by
3 years ago

Comments

গাছ ছাড়া আমরা আমাদের জীবন কল্পনা করতে পারিনা কারন অক্সিজেন ছাড়া আমরা শ্বাসকার্য চালাতে পারি না যেটার যোগান দেয় এই গাছ।আমরা সবাই ভালো করে জানি আমাদের বেশি বেশি করে গাছ লাগানো উচিত কিন্তু আমরা কেউ তা করি না।আবার অনেকে গাছ লাগালে ও তার ঠিকমতো পরিচর্যা করে না।

$ 0.00
3 years ago

ধন্যবাদ ভাই আপনার মুল্যবান মন্তব্য শেয়ার করার জন্য।

$ 0.00
3 years ago

গাছের প্রয়োজনীয়তার কথা বলে শেষ করা সম্ভব নয়। আমরা প্রতিনিয়ত গাছের থেকে অনেক কিছু পাই যা আমাদের জন্য অনেক দরকারি। বিশেষ করে অক্সিজেন। এটি আমরা মূলত গাছ থেকেই পাই আর এটি ছাড়া আমাদের জীবন অচল। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি নিবন্ধ আমাদের সাথে শেয়ার করার জন্য।

$ 0.00
3 years ago

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।আমরা আমাদের একটা বন্ধুর থেকে যা পাই,তার চেয়েও বড় একটি উপাদান গাছ থেকে পেয়ে থাকি।

$ 0.00
3 years ago

গাছ আমাদের প্রিয় বন্ধু। গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, আর গাছ আমাদের নানাভাবে উপকার সাধন করে থাকে। গাছের সাহায্যে আমরা অক্সিজেন পেয়ে থাকি, গাছ আমাদের ফল, ফুল, কাঠ আরও অনেক গুরুত্বপূর্ণ জিনিস দিয়ে থাকে। আর তাই আমাদের সকলের উচিত বৃক্ষ নিধন বন্ধ করা এবং বেশি বেশি গাছ লাগানো। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে এতো সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

$ 0.00
3 years ago

অনেক অনেক ধন্যবাদ আপু,আপনার মুল্যবান মন্তব্য শেয়ার করার জন্য।

$ 0.00
3 years ago

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া। আশা করি ভবিষ্যতেও এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আরো বেশি বেশি পোস্ট আমাদের সাথে শেয়ার করবেন।

$ 0.00
3 years ago

Inshallah

$ 0.00
3 years ago

ইনশাআল্লাহ।আপনাদের সাপোর্ট পেলে নিশ্চয়ই শেয়ার করবো আপু।

$ 0.00
3 years ago