আল্ট্রামডার্ন ভন্ডামি।

7 11
Avatar for Imran-420
3 years ago

আসসালামু আলাইকুম। আল্ট্রামডার্ন ভন্ডামি কাকে বলে জানেন? হয়তো জানেন না, তাহলে আসেন একটি বিষয় নিয়ে আলোচনা করা যাক-

প্রতি বছর কত মানুষ কুকুরের কামড়ে আহত হয় , আপনাদের কী কোনাে ধারণা আছে ?

আমার কাছে সাম্প্রতিক বছরের কোনাে হিসাব সেই । তবে ৪ বছর আগের একটি হিসাব আছে ।

প্রতি বছর কুকুরের কামড়ে কেবল মাত্র ঢাকা শহরে ৬৬ হাজার মানুষ আহত হয় ।

জ্বী হঁ্যা , ঠিক শুনছেন!৬৬ হাজার মানুষ আহত হয় ! এক বছরে ।

শুধু ঢাকার অবস্থা যদি এই হয় , তাহলে গােটা দেশে অবস্থা কী ?

দেশের অবস্থা বলছি ৷ তার আগে এক ঢোঁক পানি খেয়ে নেন। কুকুর কামড়ালে এই পানিটুকুও খেতে পারবেন না।

দেশে প্রতি বছর কুকুরের কামড়ে আহত হয় ৩ লাখেরও অধিক মানুষ । এই হিসাবটি প্রথম আলাে পত্রিকা দিয়েছিলাে ২০১৬ সালে । এখন নিশ্চয়ই সংখ্যাটি কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে ৷

যে দেশে চিকিৎসা সেবা পাওয়া অতি দূর্লভ , সেই দেশে যদি কুকুরের কামড়ে কেবল মাত্র ৩ লাখ লােক আহত হয় , তাহলে সেই কুকুরকে নিয়ন্ত্রণ করা কি দরকারি নয় ?

দরকারি , কিন্তু দরকারি কথা বলা যাবে না। এই দেশে সবচেয়ে দরকারি কথা বললে আপনি সমাজচ্যুত হয়ে যাবেন ! কুকুর নিয়ন্ত্রণের কথা বললে আপনি হবেন প্রাচীনপন্থী , মৌলবাদী , অমানবিক , ক্ষ্যাত , পাশবিক ৷

বরং কুকুর কোলে নিয়ে ছবি দিবেন , কুকুর নিয়ন্ত্রণের বিরুদ্ধে জ্বালাময়ী ভাষণ দেবেন , তাহলে লাইকের স্রোতে ভেসে যাবেন ! একদিকে আপনার স্ট্যাটাসে হাজার হাজার লাইক পড়বে অন্যদিকে লাখ লােকের পাছায় কুকুর কামড়াবে ! এরই নাম আলট্রামডার্ন ভন্ডামি ।

পশ্চিমা দেশে কুকুর বিলাস শােভা পায় ৷ কেননা পশ্চিমা দেশে মানুষের সকল মৌলিক সুবিধা নিশ্চিত করা হয়েছে । শুধু তাই নয় , কুকুরেরও মৌলিক সুবিধা নিশ্চিত করা হয়েছে । বাংলাদেশের যেসব কুকুরপ্রেমী লােকজন আছেন , এইসব মূখরা জানেন না , পশ্চিমা দেশে একটিও বেওয়ারিশ কুকুর নেই । ফলে লাখ লাখ মানুষকে কুকুর কামড়ায় না ৷ শয়ে শয়ে মানুষও কুকুরের কামড়ে মরে না !

আমেরিকায় কেউ যদি কুকুর পালতে চায় , তাহলে এজন্য তাকে লাইসেন্স নিতে হবে। কুকুরের টিকা দিতে হবে ৷ কুকুরের জন্য আলাদা হেলথ ইসুরেন্স আছে , সেটা করতে হবে। কুকুরের জন্য বিশেষায়িত হাসপাতাল আছে কুকুরের জন্য বিশেষ স্বাস্থ্যকর খাবার আছে ৷ এতসব সব কিছু মেইনটেইন করার পর আপনি কুকুর বিলাস করতে পারবেন ।

আগে কুকুরের জন্য এইসব ব্যবস্থা করেন । কোটি কোটি কুকুরকে টিকা দেয়া ব্যবস্থা করেন । তাদের জন্য কোটি কোটি পালক পরিবার জোগাড় করেন ৷ সেইসব কোটি কোটি পালক পরিবারের জন্য কোটি কোটি লাইসেন্সের ব্যবস্থা করেন ৷ হেলথ ইলুরেন্সের ব্যবস্থা করেন ৷ পাড়ায় পাড়ায় কুকুরের জন্য বিশেষ হাসপাতালের ব্যবস্থা করেন ৷ তারপর কুকুর কোলে নিয়ে বসে থাকেন । কোনাে সমস্যা নেই ।

আপনি বাসা থেকে নেমে গ্যারেজে উঠেই গাড়িতে চড়েন ৷ বিকেলের আগে ওই গাড়িতেই বাসায় ফিরে লিফটে উঠে বসেন ৷ আমি ভাই , বাস থেকে কাজীপাড়া বাসস্ট্যান্ডে নামি । রাত ১১ টায় ! তখন যদি রিকশা না পাই , তাহলে ১৫ মিনিট গলি দিয়ে হেঁটে বাসা ফিরতে হয় এই ১৫ মিনিটে ১৫০ টি কুকুর আমাকে ধাওয়া করে ৷

এই ১৫০ টি কুকুরের মধ্যে ১ টি কুকুরও যদি জলাতঙ্ক রােগের বাহক হয় , এবং সেই কুকুরটি যদি আমাকে কামড়ায় , এই দায়িত্ব কী আপনি নেবেন ?

সিটি কর্পোরেশনের প্রতি বিনীত নিবেদন ,

ঢাকা শহর থেকে সকল বেওয়ারিশ কুকুর অপসারন করে জনস্বাস্থ্যের ঝুঁকি মােকাবেলায় এগিয়ে আসুন ।

আর যারা কুকুর পালতে চান , তাদের প্রতি নিবেদন ,

আপনারা কুকুরের টিকা দিন ! তাদের জন্য লাইসেন্স করুন ৷ তাদেরকে বেল্ট দিয়ে নিজের নিয়ন্ত্রণে রাখুন ৷

আপনি কুকুর পছন্দ করবেন , আর সিটি কর্পোরেশন আপনার পছন্দের জন্য সরকারি টাকা খরচ করে কুকুরকে টিকা দেবে , দেখে শুনে রাখবে আর আপনি ফেসবুকে লম্বা লম্বা বুলি ছাড়বেন , সরকারি টাকা কী এত সস্তা ? দুনিয়ার কোথাও সরকারি টাকায় জনগণের শখ মেটানাে হয় না ! শখ মেটানাের কাজ জনগণকেই করতে হয় ৷

আর সরকারি টাকায় জনগণের হক আগে কুকুর বহু পরে।

সর্বোপরি, আমি কুকুরের বিপক্ষে নই। সৃস্টিজগতের সকল প্রানীর প্রতি আমাদের ভালোবাসা থাকা উচিৎ। এবং তাদেরকে রক্ষনাবেক্ষনের দায়িত্ব ও আমাদের।

ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আপনার মূল্যবান মতামত জানাবেন অবশ্যই। @Imran-420

7
$ 0.07
$ 0.07 from @TheRandomRewarder
Sponsors of Imran-420
empty
empty
empty
Avatar for Imran-420
3 years ago

Comments

ভালো লিখেছেন ভাই

$ 0.00
3 years ago

ধন্যবাদ ভাই।

$ 0.00
3 years ago

That was a valuable information for us about the dogs

$ 0.00
3 years ago

Thanks dear stay with me

$ 0.00
3 years ago

ঠিক, পশ্চিমা দেশে কুকুর বিলাস শােভা পায় ৷ কেননা পশ্চিমা দেশে মানুষের সকল মৌলিক সুবিধা নিশ্চিত করা হয়েছে । শুধু তাই নয় , কুকুরেরও মৌলিক সুবিধা নিশ্চিত করা হয়েছে । বাংলাদেশের যেসব কুকুরপ্রেমী লােকজন আছেন , এইসব মূখরা জানেন না , পশ্চিমা দেশে একটিও বেওয়ারিশ কুকুর নেই । ফলে লাখ লাখ মানুষকে কুকুর কামড়ায় না ৷ শয়ে শয়ে মানুষও কুকুরের কামড়ে মরে না !

$ 0.00
3 years ago