লেখা-ঃ ইফতি রেজা 💝
সবার অনুরোধে আমার লেখা আরো একটি কবিতা শেয়ার করলাম। জানাবেন কেমন হয়েছে ও ভুল থাকলে কমেন্ট করবেন যাতে সংশোধন করে নিতে পারি।
হাতে লাল কৃষ্ণচূড়া,
গায়ে হলুদ পাঞ্জাবী
বসন্তের প্রথম ফুল দিবে মেয়েটিকে।
কোনো এক পুর্নিমায়,
পড়িয়ে নীল শাড়ি
জঙ্গলে জোৎস্না স্নানোৎসব দেখাবে।
ছেলেটি সরল ছিলো।
তার প্রেম ছিলনা;ভালোবাসা ছিল।
খুব আশাবাদী হয়ে গেলো তাকে নিয়ে
তবে প্রেমিকরা স্বভাবতই অন্ধ।
বিশ্বাসই অন্ধত্ব বিস্তার করে।
এই বিস্তারনীতির কারণে
ভালোবাসা গাঢ় হতে থাকে।
হঠাৎ বজ্রকুল ভেঙ্গে পড়ে,
ঘনিয়ে আসে হতাশার কালো রাত।
হৃদয়াকাশে নিকোটিনের হাতছানি,
ভাবঘন ছোঁয়ায় নেশার মোহ।
তবুও অপেক্ষায়,
ভালোবাসা ফিরে আসবে।
ধন্যবাদ প্রিয়, এতো সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্য, সামনে আরো চেষ্টা করো নতুন কিছু দেওয়ার, অপেক্ষায় আছি,